শ্রীলংকা- বাংলাদেশ সিরিজ

যুবাদের ওয়ানডে মিশন শুরু মঙ্গলবার

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:12 সোমবার, 29 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ এবং শ্রীলংকা যুব দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (বাংলাদেশ সময় সকাল ১০ টায়)। ডাম্বুলায় অনুষ্ঠেয় ম্যাচটির আগে বেশ ফুরফুরে মেজাজে দুই দল।

ওয়ানডে সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে (চার দিনের ম্যাচ) লড়েছিল দু'দল, যা ১-১ ব্যবধানে শেষ হয়েছে। যদিও চার দিনের ম্যাচে প্রথমটিতে জিতেছিল টাইগার যুবারা।

এদিকে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলংকা। এই দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে নিপুন ধনঞ্জয়াকে। 

সঙ্গে আছেন কমিল মিশ্র, সোনাল দিশুনা, ওজেসিংহে, মোহাম্মাদ শামাজের মতো উদীয়মান ক্রিকেটাররা। সিরিজের পরের দুই ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে (১ ও ৩ই নভেম্বর)।

এরপর কাতুনায়াকাতে হবে শেষ দুটি ম্যাচ (৬ এবং ৯ই নভেম্বর)। দ্বিপাক্ষিক সিরিজ শেষে ১০ই নভেম্বর দেশে ফিরবে টাইগার যুবারা। 

উল্লেখ্য, কিছুদিন আগে শেষ হওয়া যুব এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে পরাজিত হয়েছিল বাংলাদেশ। চার দিনের দুটি ম্যাচ খেলার পরে এবার সেই শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে তৌহিদ হৃদয়রা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ তৌহিদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাজ্জাদ হোসেন সিয়াম, মোহাম্মদ প্রান্তিক নওরোজ নাবিল, অমিত হাসান, শামীম হোসেন, আকবর আলী, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান মোহান্না, মোহাম্মদ রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, আসাদুল্লাহ হিল গালিব, শাহীন আলম।

স্ট্যান্ড বাইঃ প্রিতম কুমার, শাহাদাৎ হোসেন, অভিষেক দাস, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান।

শ্রীলংকার অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ কামিল মিশ্র, নাভদ পারানাভিথানা, রাভিন্দু রাশান, নিপুন ধনঞ্জয় (অধিনায়ক), সোনাল দিসুনা, মোহাম্মাদ শামাজ, আভিশকা থারিন্ডু, রাভিন ডি সিলভা, সাদুন মেন্ডিস, লক্ষ্মণ গামাগে, এম সি প্রেমাদাসা, রোহান সঞ্জয়, ওয়েজেসিংহে, নভিন ফার্নান্ডো, আশান ড্যানিয়েল।