promotional_ad

আবারও অবহেলিত জুবায়ের

জুবায়ের হোসেন লিখন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বর্তমানে ???য়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১৫ জন বোলার এর মধ্যে ৫ জনই লেগ স্পিনার। টি-টোয়েন্টি তে সে সংখ্যা টা ৭। একটা সময় লেগ স্পিনারদের গুরুত্ব দেয়া না হলেও হালের টি-টুয়েন্টিতে তাদের চাহিদা প্রচুর।


বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। তাদের চাহিদা আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরেও। আগের আসরগুলোতে মাঠ মাতিয়ে গেছেন আফগান স্পিনার রশিদ খান।


promotional_ad

তাছাড়া, এবারের আসরের আগেই নিপালি লেগ স্পিনার সন্দিপ লামিচানেকে দলে ভিড়িয়ে দারুণ চমক দিয়েছে সিলেট সিক্সার্স। তাছাড়া, পাকিস্তানী লেগ স্পিনার ইয়াসির শাহকে ড্রাফট থেকে দলে নিয়েছে খুলনা টাইটান্স।


তবে, বাংলাদেশের আলোচিত লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন দল পাননি। বেশ লম্বা সময় প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে দূরে ছিলেন জুবায়ের। চলতি জাতীয় লিগে অবশ্য দারুণ পারফর্মেন্স করেছেন এই লেগ স্পিনার।


লিগের প্রথম রাউন্ডের ম্যাচে মাত্র ১৬ ওভারে ৬১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপরও বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে তার প্রতি আগ্রহ দেখাননি কেউ। জুবায়েরের আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে গেছে ৬ টেস্ট, ৩ ওয়ানডে আর ১ টি টুয়েন্টি ম্যাচ দিয়ে। এর দায় কার?


বাংলাদেশের এই লেগ স্পিনাররের প্রতি অযন্ত-অবহেলা এবারই প্রথম নয়। এর আগেই প্রিমিয়ার লিগের আসরের ম্যাচের পর ম্যাচে বসিয়ে রাখা রয়েছে জুবাইর হোসেনকে। বিপিএলের আগের আসরেও তিনি দল পাননি। তারপর এবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেও অবিক্রিত থাকলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball