জাতীয় লিগে 'ঢাকা ডার্বি' সোমবার

ছবি: জাতীয় ক্রিকেট লিগ

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড মাঠে গড়াচ্ছে সোমবার। দুই স্তরের মোট চারটি ম্যাচ মাঠে গড়াবে এই দিন। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায়।
প্রথম স্তরের প্রথম ম্যাচে বরিশাল জেলা স্টেডিয়ামে স্বাগতিক বরিশালের মোকাবেলা করবে খুলনা বিভাগ। তাছাড়া, প্রথম স্তরের দ্বিতীয় ম্যাচে রংপুর ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক রংপুরের বিপক্ষে লড়বে রাজশাহী বিভাগ।

এদিকে, দ্বিতীয় স্তরের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা মেট্রোর মোকাবেলা করবে ঢাকা বিভাগ। একই স্তরের দ্বিতীয় ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট বিভাগের প্রতিপক্ষ চট্টগ্রাম বিভাগ।
প্রথম রাউন্ডের খেলা শেষে প্রথম স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রাজশাহী বিভাগ। ৪ ম্যাচে তাদের সংগ্রহ ২২.৮১ পয়েন্ট। আর ১৭.৯৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর বিভাগ।
তাছাড়া, ১১.১১ পয়েন্ট নিয়ে তিনে বরিশাল বিভাগ ও ১১.০৪ পয়েন্ট নিয়ে চারে খুলনা বিভাগ। এদিকে, দ্বিতীয় স্তরের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ঢাকা মেট্রো। ১৫.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম বিভাগ।
১৫.৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ঢাকা বিভাগ। আর ১৪.৬২ পয়েন্ট নিয়ে তালিকায় সবার নিচে অবস্থান করছে সিলেট বিভাগ। দ্বিতীয় স্তরের প্রতিটি দলই ১টি করে জয়, ১ টি করে হার ও ২ টি ম্যাচে ড্রয়ের স্বাদ পেয়েছে।