পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া

নতুন ওপেনিং জুটির কেমিস্ট্রি দারুণ- ল্যাঙ্গার

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 16:54 শনিবার, 13 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং করেছিলেন অ্যারন ফিঞ্চ এবং উসমান খাওয়াজা। মূলত বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিই তাঁদেরকে ওপেনিংয়ে খেলার সুযোগ করে দিয়েছিল।

আর এই দুই ব্যাটসম্যান যে ওপেনিংয়ে দারুণ সফল তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ টেস্টটির প্রথম ইনিংসে ফিঞ্চ এবং খাওয়াজা ওপেনিং জুটি গড়েছিলেন ১৪২ রানের।

এরপর দ্বিতীয় ইনিংসেও ৮৭ রানের জুটি এসেছিল তাঁদের ব্যাট থেকে। ফিঞ্চ-খাওয়াজার কেমিস্ট্রিতে টাই স্বভাবতই সন্তুষ্ট অজিদের কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেছেন, 

'আমাদের মূল ভিত্তি হল একটি শক্ত ওপেনিং জুটি। সুতরাং ১৪০ রানের ওপেনিং জুটির পর ৮৭ রানের জুটি আসলেই দলের জন্য অনেক বড় কিছু। আপনি যখনই একটি দল গঠন করবেন সর্বদা একটি বড় ওপেনিং জুটি আশা করবেন এবং তাঁরা উভয়েই অবশ্যই তাঁদের সেরাটা দিয়েছে এবং তাঁদের কেমিস্ট্রিও দারুণ এই একটি ভাল জুটি গড়ার ক্ষেত্রে।'

এদিকে ল্যাঙ্গার কথা বলেছেন আরেক ওপেনার ম্যাট রেনশর খেলা প্রসঙ্গেও। ম্যাচ ফিটনেস কম থাকার কারণে দুবাই টেস্টে খেলা হয়নি রেনশর। তবে দ্বিতীয় টেস্টে তাঁর সুযোগ মিলতে পারে বলে আভাস দিয়েছেন অজি কোচ। যদিও সেক্ষেত্রে তাঁকে খেলতে হবে তিন নম্বরে। এই প্রসঙ্গে ল্যাঙ্গার বলেছেন,

'সে দারুণ একজন তরুণ খেলোয়াড়, গ্রুপে সে আসলেই অনেক ভাল। সে যেভাবে সবকিছু পার করে এসেছে এতে আমি তাঁকে সম্মান করি। ম্যাট রেনশ ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। সেটি সে ওপেনিংয়েই খেলুক কিংবা তিন নম্বরেই খেলুক। সেটি যেকোনো পজিশনেই হতে পারে।'