ভারত-উইন্ডিজ টেস্ট সিরিজ

অভিষিক্ত পৃথ্বীর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 18:40 বৃহস্পতিবার, 04 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

রাজকোটে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে অভিষিক্ত ওপেনার পৃথ্বী শ্ব'য়ের সেঞ্চুরিতে সফরকারী উইন্ডিজের বিপক্ষে চার উইকেটে ৩৬৪ রান করেছে ভারত। 

তবে এদিনে কোন রান করার আগেই বিদায় নিয়েছেন আরেক তরুণ ওপেনার লোকেশ রাহুল। দলীয় তিন রানে রাহুলের বিদায়ের পরে শ্ব'য়ের সঙ্গে হাল ধরেছেন ভারতের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।

দুজনে মিলে গড়েছেন ২০৬ রানের জুটি। তবে শ্ব সেঞ্চুরির দেখা পেলেও ১৪ টি চারে ৮৬ রান করে বিদায় নেন পূজারা। এরপরে হাল ধরেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।

দেখেশুনে খেলতে খেলতে দেবেন্দ্র বিশুর বলে ক্যাচ দিয়ে ফিরেছেন শ্ব। যাওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ১৫৪ বলে ১৯ চারে ১৩৪ রান। একইসাথে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন তিনি।

এরপরে কোহলির সঙ্গে জুটি গড়েন আজিঙ্কা রাহানে। ৪১ রানে ফিরে গিয়েছেন তিনি। দিনশেষে কোহলকিকে সঙ্গ দিচ্ছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পান্ত (১৭*)।

দীর্ঘদিন পরে ভারতীয় দলে ফেরে হাসছে কোহলির ব্যাট। ১৩৭ বলে মাত্র চারটি চারে ৭২ রান করে উইকেটে আছেন ভারতের অধিনায়ক। উইন্ডিজের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল, রোস্টন চেজ, শার্মান লুইস এবং দেবেন্দ্র বিশু।    


প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- ভারত
ভারত প্রথম ইনিংসঃ- ৩৬৪/৪ (৮৯ ওভার)
(শ্ব ১৩৪, পূজারা ৮৬, কোহলি ৭২*, রাহানে ৪১; লুইস ১/৫৬, গ্যাব্রিয়েল ১/৬৬)