এশিয়া কাপ

রুবেল হোসেনঃ বড় ম্যাচের বড় পারফর্মার

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 03:26 শনিবার, 29 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশী বোলারদের মধ্যে সবচেয়ে কিপটে ছিলেন পেসার রুবেল হোসেন তিনি তার ১০ ওভারের স্পেলে মাত্র ২৬ রান দিয়েছেন। মাশরাফি ও মুস্তাফিজের যোগ্য সঙ্গে মাত্র ২২২ রানের পুঁজিটাই ভারতের সামনে কঠিন করে তুলেছিলেন এই পেসার।

এই ম্যাচে বাংলাদেশ দলের সবচেয়ে বড় হুমকি ছিল ভারতীয় ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা। তাকেই ব্যক্তিগত ৪৮ রানে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনে দিয়েছিলেন রুবেল। দিনেশ কার্তিকের সঙ্গে জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দেওয়া ভারতীয় অধিনায়ককে নাজমুল ইসলাম অপুর ক্যাচে প্যাভিলিয়নে পাঠান রুবেল।

শেষ দিকে ভারতের হয়ে রান তুলতে থাকা রবীন্দ্র জাদেজাকে মুশফিকের ক্যাচ বানিয়ে আউট করে বাংলাদেশকে জয়ের অনেক কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। অল্প পুঁজি নিয়ে শক্ত লড়াইয়ে সবচেয়ে বেশি সহায়ক ছিল রুবেলের ডট বলগুলো। 

এই ম্যাচে ৪৩ টি ডট বল করেছেন। তাছাড়া, তার বলের লাইন-লেন্থ আলাদা ভাবে নজর কেড়েছে সবার। তার করা ৬০ বলের ৩২ শতাংশই ছিল স্ট্যাম্প বরাবর। যা এক কথায় অবিশ্বাস্য।

বড় ম্যাচে রুবেলের জ্বলে ওঠা এবারই প্রথম না। ২০১০ সালে কিউইদের বিপক্ষে ‘বাংলাওয়াশ’ সম্পন্ন হয়েছিল তাঁর হাতেই। কাইল মিলসের স্টাম্প ছত্রখান করে দিয়ে স্কোরলাইন ৪-০ করে দিয়েছিলেন বাগেরহাটের এই পেসারই। সেদিন ৪ উইকেট নিয়ে ম্যাচ অব দ্য ম্যাচও হয়েছিলেন। 

এর তিন বছর পর আরেকটি ‘বাংলাওয়াশ’-এ আরও বেশি উজ্জ্বল ছিলেন রুবেল। মিরপুরে ২৬ রানে হ্যাটট্রিকসহ কিউইদের ৬ উইকেট তুলে নিয়েছিলেন নিজের ঝুলিতে। তবে কোনোটাই ছাড়িয়ে যেতে পারবে না অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে করা রুবেলের সেই ঐতিহাসিক স্পেলটিকে।

১২ বলে ১৬ রান। ইংল্যান্ডের হাতে তখনও দুটো উইকেট। ক্রিজে ছিলেন ক্রিস ওকস। ম্যাচ বের করতে তিনি একাই যথেষ্ট। এমন দোলাচলে বল করতে আসলেন পেসার রুবেল হোসেন। বাকিটা ইতিহাস।

এক বলের ব্যবধানে স্টুয়ার্ট ব্রড আর জেমস অ্যান্ডারসনকে বোল্ড করে বাংলাদেশকে তিনি প্রথমবারের মতো পৌঁছে দিয়েছিলেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। সেই থেকে বড় ম্যাচে বাংলাদেশ দলের বোলিং আক্রমণে সবচেয়ে নির্ভরতার প্রতীক রুবেল হোসেন।