এশিয়া কাপ

মুস্তাফিজের দ্বিতীয় শিকার সরফরাজ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:08 বুধবার, 26 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশঃ 

স্কোর ২৩৯/১০, ৪৮.৫ ওভার (মুশফিকুর রহিম ৯৯, মিথুন আলি ৬০, সৌম্য সরকার ০, মমিনুল হক ৫, লিটন দাস ৬, ইমরুল কায়েস ৯, মেহেদি হাসান মিরাজ ১২, মাহমুদুল্লাহ রিয়াদ ২৫, মাশরাফি বিন মর্তুজা ১৩, রুবেল হোসেন ১, মুস্তাফিজুর রহমান ০*)। 

পাকিস্তানঃ ১৮/৩ (৩.৩)

এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালের খ্যাতি পাওয়া সুপার ফোরের শেষ ম্যাচে জয়ের জন্য পাকিস্তানকে ২৩৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে মুশফিকুর রহিমের ৯৯ রানের উপর ভর করে ২৩৯ রানে অল আউট হয় মাশরাফি বাহিনী।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। ফখর জামানকে ব্যক্তিগত ১ রানে রুবেলের ক্যাচ বানিয়ে আউট করেন মেহেদী হাসান মিরাজ। এর পরের ওভারেই বাবর আজমকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন মুস্তাফিজ।

ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তৃতীয় উইকেটে তরুণ ব্যাটসম্যান ইমাম উল হককে নিয়ে জুটি বাঁধার চেষ্টা করেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। এই জুটিকেও বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মুস্তাফিজ।

সরফরাজকে ব্যক্তগত ১০ রানে মুশফিকের ক্যাচ বানিয়েছেন এই পেসার।

এই ম্যাচে বাংলাদেশ দলের পক্ষে ৯৯ রানের ইনিংস খেলেছেন উইকেট রক্ষক মুশফিকুর রহিম। ১১৬ বলে ৯ বাউন্ডারিতে এই ইনিংসটি সাজান তিনি। দলের বিপর্যয়ে মিথুন আলিকে সঙ্গে নিয়ে ১৪৪ রানের জুটিও গড়েন তিনি। 

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন মিথুন আলি। পাকিস্তানের পক্ষে এদিন নজরকাড়া বোলিং করেছেন এশিয়া কাপে প্রথম সুযোগ পাওয়া পেসার জুনায়েদ খান। ২২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে আবারও টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শুরুতেই বিপর্যয়ে পরে বাংলাদেশ দল। স্কোরবোর্ডে ১২ রান যোগ করতেই সৌম্য সরকার, লিটন দাস এবং মমিনুল হককে হারিয়ে বসে টাইগাররা।

দলের এমন বিপর্যয়ে ব্যাট করতে নেমে হাল ধরেন মুশফিক এবং মিথুন আলি। দুজন মিলে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ১৪৪ রান। মিথুন ৬০ রান করে হাসান আলিকে উইকেট দিয়ে বসে আবারও ব্যাকফুটে চলে যায় মাশরাফিরা।

মাঝে ইমরুল ৯ রান করে বিদায় নিলেও মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। পাকিস্তানী বোলারদের দেখে শুনে খেলে এশিয়া কাপে নিজের তৃতীয় এবং ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির পথে হাটছিলেন মুশফিক।

কিন্তু ব্যক্তিগত ৯৯ রানে পেসার শাহিন শাহ আফ্রিদির বলে সিঙ্গেল বের করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১১৬ বলে ৯৯ রানের অসাধারণ ইনিংস খেলে বিদায় নেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এরপর নীচের সারির ব্যাটসম্যানরা বেশীক্ষন উইকেটে থিতু হতে পারেন নি। আসা যাওয়ার মাঝেই ছিলেন তাঁরা। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতে ৪৯.২ বলে ২৩৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ- 

লিটন দাস, সৌম্য সরকার, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। 

পাকিস্তান একাদশ- 

ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, সরফরাজ আহমেদ (উইকেট রক্ষক, অধিনায়ক), শোয়েব মালিক, আসিফ আলি, মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান, জুনায়েদ খান, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি।