এশিয়া কাপ

শচিনকে টপকাতে পারলেন না মুশফিক

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:58 বুধবার, 26 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৯৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বাংলাদেশী উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মাত্র এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়ে ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচিন টেন্ডুলকারকে টপকাতে পারলেন না তিনি।

এশিয়া কাপে শচিনের মোট সেঞ্চুরি দুটি। আর আজকের ইনিংসে মুশফিক সেঞ্চুরি পেলে তা হত তাঁর ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি এবং এশিয়া কাপের তৃতীয় সেঞ্চুরি। শচিনের এশিয়া কাপ সেঞ্চুরির সংখ্যাও দুইটি।

এছাড়া এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার মুশফিক আছেন সপ্তম স্থানে। ২০ টি ম্যাচে তাঁর মোট রান ৩৮.৫৫ গড়ে ৬৯৪ রান। সেঞ্চুরি দুইটি এবং হাফ সেঞ্চুরিও দুইটি।

এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে আছেন সানাথ জয়সুরিয়া। মোট ২৫টি ম্যাচে তাঁর সংগ্রহ ১২২০ রান। তালিকার পাঁচ নম্বর পর্যন্ত আছেন যথাক্রমে কুমার সাঙ্গাকারা (১০৭৫), শচীন টেন্ডুলকার (৯৭১), শোয়েব মালিক (৭৫৬) এবং অর্জুনা রানাতুঙ্গা (৭৪১ রান)।

এছাড়া যেকোন ফরম্যাটে ৯৯ রান করে আউট হওয়া প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান মুশফিক। একইসঙ্গে এশিয়া কাপে ৯৯ রান করে আউট হওয়া প্রথম ব্যাটসম্যান তিনি।