মিডল অর্ডারের পরিসংখ্যান

মিডল অর্ডারের সেরা দল বাংলাদেশ

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 10:00 বুধবার, 26 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং জুটি এখন পর্যন্ত খুব একটা স্থিতিশীল হয়নি। আর এর পেছনে কারণ হল তামিম ইকবালের উপযুক্ত একজন সঙ্গীর অভাব। চলমান এশিয়া কাপেও টাইগারদের অন্যতম দুশ্চিন্তার কারণ এই ওপেনিং। 

তবে মুদ্রার উল্টো পিঠ অবশ্য মিডল অর্ডারের ক্ষেত্রে। ওপেনিংয়ে ব্যর্থতার পরিচয় দেয়া দলটিরই মিডল অর্ডার (৪ থেকে ৭)  বেশ স্থিতিশীলতার পরিচয় দিয়ে আসছে গত বছর থেকে। অন্তত পরিসংখ্যান সেটাই প্রমাণ করছে। 

২০১৭ সাল থেকে এখন পর্যন্ত মিডল অর্ডারে রান তোলার দিক থেকে সবার ওপরেও অবস্থান করছে বাংলাদেশ। এই সময়ের মধ্যে ৪৫ শতাংশ রান এসেছে মিডল অর্ডারের ব্যাটসম্যানদের কাছ থেকে। 

তালিকার দ্বিতীয়তে আছে নিউজিল্যান্ড। গত বছর থেকে এখন পর্যন্ত ৪৪.৭ শতাংশ রান করেছে তাদের মিডল অর্ডার ব্যাটসম্যানেরা। এরপর যথাক্রমে আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড। ৪৪.৬ শতাংশ রান পেয়েছে উইন্ডিজদের মিডল অর্ডার। অপরদিকে ৪৩.৩ শ্রীলঙ্কা এবং ৪০.৮ শতাংশ রান পেয়েছে ইংলিশরা। 

উল্লেখ্য এশিয়া কাপের এবারের আসরে কখনও মুশফিক, কখনও মাহমুদুল্লাহ আবার কখনও মিথুনকে মিডল অর্ডারে হাল ধরতে দেখা গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মুশফিক এবং মিথুনের ব্যাট থেকে মিডল অর্ডারে রান এসেছিল ১৩১। 

সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচটিতেও সফল ছিল টাইগার মিডল অর্ডার। এই ম্যাচে জোড়া অর্ধশতক এসেছিল মাহমুদুল্লাহ এবং ইমরুল কায়েসের ব্যাট থেকে। 

২০১৭ সাল থেকে মিডল অর্ডারে রান পাওয়া দেশের তালিকা- 

১। বাংলাদেশ-৪৫%

২। নিউজিল্যান্ড-৪৪.৭%

৩। উইন্ডিজ-৪৪.৬%

৪। শ্রীলঙ্কা- ৪৩.৩%

৫। ইংল্যান্ড-৪০.৮%

৬। আফগানিস্তান-৪০.৬%

৭। দক্ষিণ আফ্রিকা- ৩৯.১%

৮। অস্ট্রেলিয়া- ৩৮.২ %

৯। পাকিস্তান- ৩৬.৭ %