এশিয়া কাপ

জাদুকরের মত আবির্ভূত হয়েছিল মুস্তাফিজ- মাশরাফি

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 02:36 সোমবার, 24 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারের নাটকীয় একটি জয়ে এশিয়া কাপের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শেষ ওভারে আফগানদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রানের।

ঠিক সে সময়েই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর অধিনায়কের আস্থার প্রতিদান দারুণভাবেই দিলেন ফিজ। সেই ওভারে মাত্র ৫ রান দিয়ে বাংলাদেশকে ৩ রানের শ্বাসরুদ্ধকর একটি জয় এনে দেন তিনি। 

ম্যাচ শেষে ফিজকে তাই প্রশংসায় ভাসাতে ভুল করেননি টাইগার অধিনায়ক মাশরাফি। তাঁকে জাদুকর হিসেবে আখ্যা দিয়েছেন ম্যাশ। পাশাপাশি ৮-৯ রান প্রতিহত করতে পারাটাকেও সার্থকতা হিসেবে দেখছেন তিনি। মাশরাফি বলেছেন,  

'জাদুকরের মতোই আবির্ভাব হয়েছিল মুস্তাফিজের। আমরা অনেকগুলো ম্যাচ হেরেছি, ৮-৯ রান করতেও ব্যর্থ হয়েছিলাম আমরা, কিন্তু আজকে আমরাই এই রান প্রতিহত করেছি, হাল ছেড়ে দেইনি।'

অবশ্য মুস্তাফিজের আগে ম্যাচের মূল ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন দুই টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এবং ইমরুল কায়েস। তাঁদের জোড়া অর্ধশতকের সুবাদেই ২৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড়া করাতে সক্ষম হয়েছিল টাইগাররা। 

সুতরাং এই দুই টাইগারকেও প্রশংসায় ভাসিয়েছেন নড়াইল এক্সপ্রেস, 'আমরা মুস্তাফিজকে বলেছিলাম উইকেট নেয়ার চেষ্টা করতে. তবে প্রথমে কৃতিত্ব দিতে হবে মাহমুদুল্লাহ এবং ইমরুল কায়েসকে।'