এশিয়া কাপ

ডেথ ওভারের রাজা মুস্তাফিজ

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 02:10 সোমবার, 24 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের ঝলকেই আফগানদের তিন রানে হারিয়ে এশিয়া কাপে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ। তবে এই ম্যাচে টাইগারদের ডেথ বোলিং দারুণ হলেও আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে এমনটা ছিল না।

আফগানিস্তানের সঙ্গে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে নিম্ন মানের ডেথ বোলিংয়ের কারনেই ম্যাচ হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে আগে ব্যাট করা আফগান টাইগার বোলারদের শেষ নয় ওভারে করেছিল একশ'র বেশি রান। কিন্তু সুপার ফোরের এই ম্যাচে এমনটা হয়নি। কারনটাও খুব সহজ। আফগানদের সঙ্গে আগের লড়াইয়ে মাঠে নামেননি মুস্তাফিজুর রহমান।

এই ম্যাচে খেলেছেন তিনি। শেষ ওভারে আফগানদের জয়ের জন্য দরকার ছিল আট রান। এই আট রান তো আফগানরা করতে পারে নি, উল্টো দুই উইকেট হারিয়ে ম্যাচও হেরেছে তারা। বলে রাখা ভাল, মুস্তাফিজুর রহমানের ডেথ বোলিং বরাবরই আশা জাগানিয়া।

পরিসংখ্যানও বেশ পরিষ্কার। সদ্য সমাপ্ত ম্যাচের আগে ৪১ থেকে ৫০ ওভারের মধ্যে তিনি বল করেছেন ২১ তি ইনিংসে, ১৪.৬ গড়ে নিয়েছেন ১৯ টি উইকেট। সবচেয়ে বেশি নজরকাড়া তার ইকোনমি রেট, মাত্র ৬.২!

যেখানে শেষ দশ ওভারেই ব্যাটসম্যানরা রানের আশায় হন্য হয়ে ওঠেন, সেখানে মুস্তাফিজের এমন পারফর্মেন্স নিঃসন্দেহে আশা জাগানিয়া। সুপার ফোরে আরেকটি ম্যাচ জিতলেই এশিয়া কাপের ফাইনালে যাবে মাশরাফিরা, মুস্তাফিজের হাত ধরে সেখানেও দারুন সাফল্য আসুক!