এশিয়া কাপ

মাশরাফির আড়াইশ

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 01:04 সোমবার, 24 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ানডে ফরম্যাটে প্রথম বাংলাদেশী পেসার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে খেলতে নেমে আসগর আফগান এবং হাসমাতুল্লাহ শহীদির উইকেট দুইটি শিকার করে এই রেকর্ডে নাম লেখান তিনি। 

এশিয়া কাপের মিশনে নামার আগে মোট ২৪৫টি উইকেট ছিল নড়াইল এক্সপ্রেসের। শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ওপেনার উপুল থারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভার উইকেট তুলে নিয়ে ২৪৭ উইকেটে পা রাখেন তিনি। 

আফগানিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচে উইকেট শুন্য থাকার পর ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে আরেকটি উইকেট পান মাশরাফি। আজ আফগানদের বিপক্ষে খেলতে নেমে বাকি দুই উইকেট তুলে নিলেন টাইগার দলপতি।   

ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় মাশরাফির পর অবস্থান সাকিব আল হাসানের। ১৯২টি ম্যাচে ২৪৩ উইকেট শিকার করেছেন তিনি। এরপর যথাক্রমে তালিকায় আছেন আব্দুর রাজ্জাক (২০৭), মোহাম্মদ রফিক (১১৯) এবং রুবেল হোসেন (১১৫)। 

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার-- 

১। মাশরাফি বিন মর্তুজা- ১৯২ ম্যাচে ২৫০টি উইকেট

২। সাকিব আল হাসান- ১৯২ ম্যাচে ২৪৩টি উইকেট 

৩। আব্দুর রাজ্জাক- ১৫৩ ম্যাচে ২০৭ টি উইকেট 

৪। মোহাম্মদ রফিক-  ১২৩ ম্যাচে ১১৯ টি উইকেট

৫। রুবেল হোসেন- ৯১ ম্যাচে ১১৫ টি উইকেট