এশিয়া কাপ

ইমরুল-রিয়াদের ব্যাটে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:18 রবিবার, 23 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পরও মিডেল অর্ডারে মাহমুদুল্লাহ ও ইমরুল কায়েসের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ দল। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৫৯ রান।

মাহমুদুল্লাহ ৭৪ রান করে আউট হলেও ইমরুল ৭২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। এই ম্যাচের শুরুতে টস ভাগ্যটা বাংলাদেশের পক্ষেই গিয়েছিল। টসে জিতে অধিনায়কের সিদ্ধান্ত ছিল ব্যাট করার।

ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের শুরুতে দেখে শুনে খেললেও পঞ্চম ওভারে এসে আফতাব আহমেদকে উইকেট ছুঁড়ে দেন শান্ত। ৬ রান আসে বাঁহাতি এই বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে।

শান্তর বিদায়ের পর তিন নম্বরে নামা মোহাম্মাদ মিথুনকেও ক্রিজে টিকতে দেন নি আফগান স্পিনার মুজিব উর রহমান।  মাত্র ১ রানে তাকে লেগ বিফরের ফাঁদে পরে বিদায় নেন এই ডানহাতি ব্যাটসম্যান।

আগের তিন ম্যাচের মত এই ম্যাচেও পাওয়ার প্লে'তে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দিয়ে সাজঘরে ফিরেছেন।  ২ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করতে নেমেছিলেন মুশফিকুর রহিম।

লিটন এবং মুশফিকের ব্যাটে দলীয় পঞ্চাশ পার করে টাইগাররা। এরপর লিটন  ৪১ রান করে রশিদ খানের শিকার হয়ে সাজঘরে ফেরেন। সাকিব কোনো রান তোলার আগেই রান আউট হয়ে আউট হয়েছেন।

এরপর ইমরুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে আউট হয়েছেন মুশফিকও। তার ব্যাট থেকে এসেছে ৩৩ রান। ষষ্ঠ উইকেটে জুটি বাঁধেন ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ রিয়াদ। এই দুজনের ব্যাটে দলীয় শতক পূরণ হয় বাংলাদেশের।

৫৯ বলে অর্ধশতক হাঁকিয়ে ৭৪ রান করে আফতাব আলমের বলে রশিদ খানকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মাহমুদুল্লাহ। মাশরাফি ১০ রান করে আফতাবের দ্বিতীয় শিকার হয়েছেন। এরপর ইমরুল ৭২ ও মেহেদী ৫ রানে অপরাজিত থেকে দলকে লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেছেন।

বাংলাদেশঃ ২৪৯/৭, ৫০ ওভার (ইমরুল ৭২* ও মিরাজ ৫*)

(শান্ত ৬, মিথুন ১, লিটন ৪১, সাকিব ০, মুশফিক ৩৩, মাহমুদুল্লাহ ৭৪ ও মাশরাফি ১০)

বাংলাদেশের একাদশঃ লিটন দাস, ইমরুল কায়েস , সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মাদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান মিরাজ