ইংল্যান্ড-ভারত সিরিজ

টেস্ট দলে নিয়মিত হোক পান্তঃ গিলক্রিস্ট

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 12:41 বুধবার, 12 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

ওভাল টেস্টের টেস্ট ইনিংসে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত। সেই সঙ্গে উইকেটের পেছনের কাছটাও দারুন ভাবে করেছেন তিনি।

আর টেস্টে অভিষেক সেঞ্চুরি হাঁকানো এই বাঁহাতি ব্যাটসম্যানকে মনে ধরেছে অস্ট্রেলিয়ার সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের। সাবেক এই অজির চাওয়া ভারতের টেস্ট দলের নিয়মিত সদস্য হোক পান্ত।

সেই সঙ্গে গিলক্রিস্ট আরও মনে করেন, কোন ক্রিকেটার যখন ভালো খেলার পর দল থেকে বাদ পরে তখন তার উপর মানসিকভাবে চাপ পরে। তাই পান্তকে সামনের সিরিজগুলোতেও স্কোয়াডে রাখার পরামর্শ দিয়েছেন গিলি। তার ভাষায়,

'একজন ক্রিকেটার ভালো খেলার পর যখন দল থেকে বাদ পরে তখন চার উপর এটার একটা মানসিক প্রভাব পরে। আর এমন হলে কোন ক্রিকেটারই তার সেরাটা দিতে পারেনা। আশা করছি পান্তকে তারা নিয়মিত করবে দলে, তার সেরাটা দেখার অপেক্ষায় রইলাম।' 

২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির অবসরের পর টেস্টে একজন পরিপক্ব উইকেট রক্ষক ব্যাটসম্যানের খোঁজে ছিল টিম ইন্ডিয়া। কিন্তু কোনভাবেই ধোনির অভাব পুরন করতে পারছিলেন না তারা।

হ্রিদ্ধিমান শাহা দলে নিয়মিত হলেও, ব্যাটসম্যান হিসেবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। সেই সঙ্গে দীনেশ কার্ত্তিকও সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগাতে পারেননি তিনি।

যেকারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে পান্তকে সুযোগ দেয় ভারতীয় দল। আর সুযোগ পাওয়ার পর সেটাকে সিরিজের শেষ টেস্টে এসে দারুণভাবে কাজে লাগাতে পেরেছেন বাঁহাতি এই উইকেট রক্ষক।