ভারত-ইংল্যান্ড সিরিজ

ম্যাকগ্রাকে ছাড়িয়ে অ্যান্ডারসন

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:34 মঙ্গলবার, 11 সেপ্টেম্বর, 2018

 || ডেস্ক রিপোর্ট ||

কিংবদন্তী অজি পেসার গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারি পেসার হিসেবে নাম লিখিয়েছেন জেমস অ্যান্ডারসন। ভারতের অষ্টম ব্যাটসম্যান মোহাম্মদ শামিকে ফিরিয়ে এই মাইলফলকে নাম লিখিয়েছেন এই ইংলিশ পেসার।

এর আগে শিখর ধাওয়ান ও চেতেশ্বর পূজারার উইকেট তুলে নিয়ে গ্লেন ম্যাকগ্রাকে ছুঁয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারি পেসারদের তালিকায় যৌথ ভাবে এক নম্বরে জায়গা করে নেন অ্যান্ডারসন।

ম্যাকগ্রার ৫৬৩ উইকেট ছুঁতে ভারতের বিপক্ষে ওভাল টেস্টের শেষ ইনিংসে অ্যান্ডারসনের দরকার ছিল ২ উইকেট। সেই রেকর্ড ছুঁতে অ্যান্ডারসনের লেগেছে মাত্র ১২ বল। তবে তাকে ছাড়িয়ে যেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে।

মেডেন নিয়ে বোলিং শুরুর পর নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ধাওয়ানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন অ্যান্ডারসন। শেষ বলে একই ভাবে করেন পূজারাকেও।

আর নিজের ২৩ তম ওভারের তৃতীয় বলে ভারতের অষ্টম ব্যাটসম্যান মোহাম্মদ শামিকে রান করার আগেই ফিরিয়ে ম্যাকগ্রাকেও ছাড়িয়ে যান এই ইংলিশ পেসার। এখন অ্যান্ডারসনের ওপরে আছেন শুধু তিন স্পিনার অনিল কুম্বলে (৬১৯ উইকেট), শেন ওয়ার্ন (৭০৮ উইকেট) ও মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট)।