এশিয়া কাপ

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের জয়জয়কার

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:22 মঙ্গলবার, 11 সেপ্টেম্বর, 2018

 || ডেস্ক রিপোর্ট ||

কদিন পরেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের আসর। এবারের আসরেও ব্যাট হাতে ঝড় তুলতে প্রস্তুত হয়ে আছেন অংশগ্রহণ করা ৬ দলের ব্যাটসম্যানরা। এশিয়া কাপের আসরে বরাবরই প্রভাব বিস্তার করেন ভারত-পাকিস্তানের ব্যাটসম্যানরা।

এশিয়া কাপের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকা দেখলেই সেটা বোঝা যায়। কারণ শীর্ষে পাঁচে এই দুই দলের চারজন ক্রিকেটার রয়েছেন। শীর্ষ পাঁচে দুইবার করে নাম লিখিয়েছেন ভারতের বর্তমান দলপতি ভিরাট কোহলি। দেখে আসা যাক এশিয়া কাপের পাঁচ সর্বাধিক রান সংগ্রাহকের তালিকা।

ভিরাট কোহলি (১৮৩ রান) বনাম পাকিস্তানঃ ২০১২ সালের এশিয়া কাপের আসরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১৮৩ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন কোহলি। সেবার পাকিস্তানের দেয়া ৩৩০ রানের লক্ষ্য ৪৭.৫ ওভারেই পেরিয়ে গিয়েছিল ভারত।

কোহলি তার ইনিংস সাজিয়েছিলেন ২২ টি চার ও ১ ছক্কায়। এখন পর্যন্ত এটাই ওয়ানডেতে কোহলির সর্বাধিক রান। তাছাড়া, এশিয়া কাপের ইতিহাসে এই ইনিংসটিই কোনো ব্যাটসম্যানের সর্বাধিক রানের রেকর্ড।

ইউনিস খান (১৪৪ রান) বনাম হংকংঃ ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের পঞ্চম ম্যাচে কলম্বোতে এই ইনিংস খেলেছিলেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান। তার ১৪৪ রানের ইনিংসে ভর করে পাকিস্তান ৩৪৩ রানের পাহাড় পুঁজি গড়েছিল। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ১৭৩ রানের জয় পায় পাকিস্তান।

শোয়েব মালিক (১৪৩ রান) বনাম ভারতঃ শীর্ষ পাঁচে দ্বিতীয় পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে আছেন শোয়েব মালিক। তিনি ২০০৪ সালে ভারতের বিপক্ষে ১২৭ বলে ১৪৩ রান করেছিলেন তিনি। ইনিংসে ১ ছক্কা এবং ১৮ টি চার মেরেছিলেন তিনি। সেই ম্যাচে পাকিস্তানের দেয়া ৩০১ রানের লক্ষ্যে ভারত গুটিয়ে গিয়েছিল ২৪১ রানে। ফলে পাকিস্তান জয় পেয়েছিল ৫৯ রানের ব্যবধানে।

ভিরাট কোহলি (১৩৬ রান) বনাম বাংলাদেশঃ প্রথম স্থানের পর এই তালিকার চতুর্থ স্থানেও রয়েছেন কোহলি। বাংলাদেশের বিপক্ষে ২০১৪ সালে ১২২ বলে ১৩৬ রান করেন ভিরাট কোহলি। ইনিংসে ২ ছক্কা এবং ১৬ টি চার মেরেছিলেন তিনি। সেই ম্যাচে বাংলাদেশের দেয়া ২৮০ রানের জবাবে খেলতে নেমে কোহলি এই ইনিংস খেলেছিলেন। ভারত বাংলাদেশকে সেই ম্যাচে হারিয়েছিল ৬ উইকেটের ব্যবধানে।

সৌরভ গাঙ্গুলি (১৩৫* রান) বনাম বাংলাদেশঃ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আরেক ভারতীয় ব্যাটসম্যান এবং সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ২০০০ সালে বাংলাদেশের বিপক্ষে ১২৪ বলে ১৩৫ রানে অপরাজিত ছিলেন গাঙ্গুলী। ইনিংসে ৬ ছক্কা এবং ৭ টি চার মেরেছিলেন তিনি। সেই ম্যাচে বাংলাদেশের দেয়া ২৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে সৌরভের এই অপরাজিত ইনিংসে ৮ উইকেট হাতে রেখেই জয় পেয়েছিল ভারত।