পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

পাকিস্তান সিরিজে নতুন অস্ট্রেলিয়া

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 13:30 মঙ্গলবার, 11 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে ফিরেছেন ফাস্ট বোলার মিচেল স্টার্ক এবং পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ। দুজনই চলতি বছরের মার্চে শেষ বারের মত অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোষাকে মাঠে নেমেছিলেন।

এদিকে টেস্ট সিরিজে টিম পেইনের কাঁধেই থাকছে নেতৃত্ব। আর প্রথম বারের মত টেস্ট দলে জায়গা হয়েছে ওপেনার অ্যারন ফিঞ্চের। সেই সঙ্গে দলে আছেন আরও দুই নতুন মুখ ব্রেন্ডন ডগেট এবং মারনুস ল্যাবুচাঙ্গে।  

অন্যদিকে দুই বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন পেসার পিটার সিডল। আর ২০১৬ সালে একটি টেস্ট খেলা জন হোল্যান্ডও স্কোয়াডে রেখেছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজম্যান্ট।

তবে টেস্ট সিরিজের জন্য দলে জায়গা হয়নি মিডেল অর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব এবং গ্লেন ম্যাক্সওয়েলের। উসমান খাওয়াজা এবং ম্যাট রেনশো অবশ্য দলে জায়গা ধরে রেখেছেন।   

স্পিন বোলিং বিভাগের দায়িত্ব সামাল দিতে দলে আছেন নাথান লায়ন এবং অ্যাস্টন আগার। ফিঞ্চের পাশাপাশি ট্রাভিস হেডকে এবং মাইকেল নেসারকে প্রথম বারের মত টেস্ট দলে জায়গা দিয়েছে অজিরা।  

অস্ট্রেলিয়া দল:

টিম পেইন (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ব্রেন্ডন ডগেট, অ্যারন ফিঞ্চ, ট্র্যাভিস হেড, জন হোল্যান্ড, উসমান খাওয়াজা, মারনুস ল্যাবুচাঙ্গে, নাথান লিয়ন, মিচেল মার্শ, শন মার্শ, মাইকেল নেসার, ম্যাট রেনশো, পিটার সিডল, মিচেল স্টার্ক।