ভারত-ইংল্যান্ড সিরিজ

ক্যারিয়ারের শেষ ইনিংসেও ইংল্যান্ডকে টানছেন কুক

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:41 রবিবার, 09 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিয়ারের শেষ ইনিংসেও ইংল্যান্ডের ইনিংস টানছেন ইংলিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। প্রথম ইনিংসে অর্ধশতক তুলে নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতকের পথে রয়েছেন তিনি।

তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১৪ রান। এখন পর্যন্ত স্বাগতিকরা লিড পেয়েছে ১৫৪ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। তারা দলীয় ২৭ রানে ওপেনার জেনিংসের উইকেট হারায়।

এই ইংলিশ ওপেনার ১০ রান করে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে আউট হয়েছেন। এরপর কুককে যোগ্য সঙ্গ দিতে পারেননি মঈন আলীও। তিনি ২০ রান করে জাদেজার শিকার হয়েছে। তৃতীয় উইকেটে অধিনায়ক জো রুটকে নিয়ে বড় একটি জুটি গড়েন কুক।

এই জুটিতেই বেশ ভালো ভাবে দিন পাড়ি দেয় ইংল্যান্ড। এই জুটি অক্ষত আছে ৫২ রানে। কুক ৪৬ ও রুট ২৯ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ফলে বড় স্বস্তি নিয়েই চতুর্থ দিনে ব্যাট করতে নামবে ইংল্যান্ড।

এর আগে ওভালে ইংল্যান্ডের প্রথম ইনিংসে গড়া ৩৩২ রানের জবাব দিতে নেমে নিজেদের প্রথম ইনিংসে অফস্পিনার রবীন্দ্র জাদেজার ব্যাটে মান রক্ষা হয়েছে ভারতের। তৃতীয় দিন চার বিরতির আগেই ভিরাট কোহলির দল গুটিয়ে যায় ২৯২ রানে।

ফলে, প্রথম ইনিংসে রানের লিড পায় স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশ বোলারদের তোপের মুখে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ১৬০ রান। শঙ্কা জেগেছিল দুইশোর মধ্যেই গুটিয়ে যাওয়ার।

কিন্তু সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজার সাথে অভিষিক্ত হানুমা বিহারির ৭৭ রানের জুটিতে দুইশো পার করে সফরকারীরা। অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরি করে(৫৬) মইন আলীর বলে সাজঘরে ফেরেন বর্তমান বিশ্বের প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি গড়ের এই ব্যাটসম্যান।

এরপর অন্য ব্যাটসম্যানদের ভারতের ইনিংস টেনে নিয়ে যান জাদেজা। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮৬ রানে। আর কেউ তাকে সঙ্গ দিতে না পারায় ভারত অল আউট হয় ২৯২ রানে। ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন, বেন স্টোকস ও মইন আলী ২টি করে উইকেট নিয়েছেন।

১টি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড, স্যাম কুরান ও আদিল রশিদ। এদিকে, ইংল্যান্ড ৩-১ ব্যবধানে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। এই টেস্টের ফলাফল সিরিজে কোন প্রভাব ফেলবে না।