ভারত-ইংল্যান্ড টেস্ট

শাস্তির মুখে জেমস অ্যান্ডারসন

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 15:21 রবিবার, 09 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

ইংলিশ পেস তারকা জেমস অ্যান্ডারসনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম টেস্ট চলাকালীন সময়ে এই জরিমানার শিকার হন তিনি। 

ঘটনাটি ওভালে অনুষ্ঠিত এই ম্যাচের ভারতীয় ইনিংস চলাকালীন সময়ে। ২৯ তম ওভারে অধিনায়ক ভিরাট কোহলির বিপক্ষে একটি এলবিডব্লিউর আবেদন করেছিলেন ইংলিশ পেসার অ্যান্ডারসন। 

তবে দায়িত্বরত আম্পায়ার কুমার ধর্মসেনা সেই আবেদনে সাড়া না দেয়ায় ১৬ রানে অপরাজিত থাকা কোহলির বিপক্ষে পরবর্তীতে রিভিউয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি জো রুট। কিন্তু আম্পায়ারের কল হওয়ার কারণে বেঁচে যান কোহলি।

সেই ওভার শেষে ধর্মসেনার কাছ থেকে নিজের ক্যাপ রীতিমত ছিনিয়ে নেন অ্যান্ডারসন। পাশাপাশি তাঁর সাথে আক্রমণাত্মক আচরণও করেন তিনি। আর এটি নজর এড়ায়নি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের।

অ্যান্ডারসনের বিরুদ্ধে তাই আইসিসির কাছে রিপোর্ট করেছেন তিনি। ফলে একটি ডিমেরিট পয়েন্ট সহ ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুণতে হয়েছে এই পেস তারকাকে।

এরই মধ্যে অ্যান্ডারসন নিজের দোষ স্বীকার করে নেয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি। ২০১৬ সালের সেপ্টেম্বরে আইসিসি তাদের কোড অফ কন্ড্যাক্ট সংশোধন করার পর এই প্রথম শাস্তি পেলেন অ্যান্ডারসন।