ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজ

কপিল ৪৩, ইশান্ত ৪৩*

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 14:51 রবিবার, 09 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে বল হাতে দুর্দান্ত সময় যাচ্ছে ভারতীয় পেসার ইশান্ত শর্মার। ওভালে চলতি টেস্টের প্রথম ইনিংসে তিনটি উইকেট শিকার করেছেন তিনি।

এরইসাথে সিরিজে তার মোট উইকেট সংখ্যা ১৮, যা চলতি সিরিজে ভারতীয় পেসারদের মধ্যে সেরা। শুধু তাই নয়, ইংল্যান্ডের মাটিতে ইশান্তের উইকেট এখন ৪৩ টি!

ইংল্যান্ডের মাটিতে সমান সংখ্যক উইকেট আছে ভারতের কিংবদন্তী অলরাউন্ডার কপিল দেবের। এবার তার পাশে নাম লিখিয়েছেন ইশান্ত। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে কপিলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও থাকছে ইশান্তের সামনে।

আর তাহলেই ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক বনে যাবেন ইশান্ত। ৪৩ উইকেট পেতে ইংল্যান্ডের মাটিতে কপিল খেলেছিলেন ১৩ টি টেস্ট ম্যাচ (২২ ইনিংসে)।

আর ইশান্ত শর্মা তাকে ছুঁয়ে ফেললেন ১২ নম্বর টেস্টে (১৮ ইনিংসে)। এবার দ্বিতীয় ইনিংসেই হয়তো কপিলকে ছাড়িয়ে যাবেন ইশান্ত। তালিকার তৃতীয় স্থানে আছেন অনিল কুম্বলে (১০ ম্যাচে ৩৬ উইকেট)।

চলতি ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে ইশান্তের চেয়ে উপরে আছেন কেবল একজন। তিনি ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন। এখন পর্যন্ত তার উইকেট সংখ্যা ২১ টি।