পিএসএল

পিএসএলের ভূয়সী প্রশংসায় ভিলিয়ার্স

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:15 শুক্রবার, 07 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লীগের চতুর্থ আসরে খেলবেন দক্ষিন আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এক ভিডিও বার্তায় ভিলিয়ার্স নিজেই এমনটা জানিয়েছেন।

"পাকিস্তান সুপার লীগ বিশ্বের অন্যতম সেরা একটি টি-টুয়েন্টি লীগ। পাকিস্তানের মানুষকে এটা আনন্দ দেয়। ২০১৯ সালের পিএসএল আলাদা! ২০১৯ সালের পিএসএলে আমি খেলব।"

এর আগে অবশ্য পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজ এমনটা নিশ্চিত করেছিল। তবে কোন দলের হয়ে পিএসএল মাতাবেন দক্ষিন আফ্রিকার এই ক্রিকেটার তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। দ্রুতই কোন দলের জার্সিতে খেলবেন তিনি সেটাও নিশ্চিত ভাবে জানা যাবে।

তবে ডানহাতি এই ব্যাটসম্যানকে পুরো আসরের জন্য পাচ্ছেনা পিএসএল। যতদূর জানা গিয়েছে চতুর্থ আসরের প্রথম তিন সপ্তাহ তাকে পাওয়া যাবে। জিও টিভিতে বলা হয়,

"পিএসএল মাতাতে আসছেন এবি। তবে তাকে পুরো আসরের জন্য পাওয়া যাবেনা। পিএসএল শুরুর পর প্রথম তিন সপ্তাহের জন্য তাকে পাবে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। সব কিছু ঠিক থাকলে ৭টি ম্যাচ খেলতে পারবেন এই ডানহাতি।"

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ক্রিকেট থেকে হুট করে অবসর নেয়ার ঘোষণা দেন ডানহাতি এই ব্যাটসম্যান। অবসরের সময় জানিয়েছিলেন, শুধু দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লীগ গুলোতেই খেলবেন তিনি।

কিন্তু পরবর্তীতে আইপিএল খেলতেও সম্মতি জানান এবি ডি ভিলিয়ার্স। এবার আইপিএলের পর পিএসএলের চতুর্থ আসরে খেলতেও সম্মতি জানিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।