ম্যাকেঞ্জির পরিকল্পনা

০-০-৬-৬ নয় ৪-৪-৪ চাইঃ ম্যাকেঞ্জি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:17 সোমবার, 03 সেপ্টেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ দলে অনেক দিন থেকেই বিগ হিটারের অভাব। তবে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি জানিয়েছেন বিগ হিটার নয় ব্যাটসম্যানরা যদি দক্ষতার সাথে ক্রিকেটীয় শট খেলে ১২ রান নিতে পারেন তাতেই তিনি সন্তুষ্ট।

শেষের দিকে বিগ হিটিংয়ে এখন মাহমুদউল্লাহর ওপরই পুরো দলের আস্থা। সাব্বির-মোসাদ্দেকরা এই জায়গায় প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। আসন্ন এশিয়া কাপে আবার সাব্বির নেই। ফলে সেখানে মাহমুদুল্লাহর সাথে দেখা যেতে পারে মোসাদ্দেক-মিথুনদের।

শুধুমাত্র শারীরিক দক্ষতার জোড়ে দ্রুত রান তোলা যাবে কিংবা ঝড় তোলা যাবে এমন ধারণায় বিশ্বাসী নন ম্যাকেঞ্জি। কৌশলী ব্যাটিংয়েই ভালো রান আসবে বলেই বিশ্বাস টাইগারদের এই কোচের। 

"আমি মনে করি আমরা খুবই প্রতিযোগিতাপূর্ণ হতে পারি, ছেলেদের ছয় মারার ক্ষেত্রে। কিন্তু ছয় মারার চেয়ে স্কিল ভিত্তিক শট খেলা বেশি জরুরী। আমি চাই ওয়েস্ট ইণ্ডিজ ব্যাটসম্যানরা যা করে, তার উল্টোটা করতে। তাঁরা যেমন ০, ০, ৬, ৬... এভাবে খেলে। সেটার বদলে আমি বাংলাদেশি ব্যাটসম্যানদের কাছে ৪, ৪, ৪... এমন ব্যাটিং চাইব। বিশাল ছক্কা হাঁকানোর দরকার নেই। ছক্কা হাঁকানোর মাঝামাঝি কি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। আমরা ১২ রান নিতে পারি, তিনটা ভালো ক্রিকেটীয় শট খেলেই।"

তিন ফরম্যাটের ক্রিকেটেই গত কয়েক বছর ধরে দারুণ খেলছে টাইগাররা। তবে দলের প্রয়োজনে ৩০ বলে ৭০ রান নেয়ার মতো খেলোয়াড় নেই বাংলাদেশে। তামিম, সাকিবরা একসময় বিগ হিট করে খেলতেন। তবে তারা তাদের ব্যাটিংয়ের ধারা বদলে ফেলেছেন।

নতুন ব্যাটিং কোচও জানিয়ে দিয়েছেন বিগ হিট নয় ক্রিকেটারদের কাছ থেকে মৌলিক শট চান তিনি। ম্যাকেঞ্জির এই পরিকল্পনা বাংলাদেশ দলের জন্য কতোটা কাজে লাগবে তা দেখা যাবে এশিয়া কাপেই।