প্রস্তুতি ম্যাচ

অবশেষে সাফল্যের মুখ দেখলেন আরিফুল

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 15:08 সোমবার, 03 সেপ্টেম্বর, 2018

এশিয়া কাপকে সামনে রেখে সোমবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে এশিয়া কাপের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। সেই সঙ্গে স্কোয়াডের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারও এই ম্যাচে অংশ নিয়েছেন।

এই ম্যাচে খেলার বিভিন্ন অবস্থা সাজিয়ে খেলছে বাংলাদেশ। যেমন ৪ ওভারে ২০ রান এক উইকেট, এই প্রেক্ষাপট মাথায় নিয়ে শুরুতেই ব্যাটিং করেছেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত।

দুজনে বেশ লম্বা সময় ব্যাটিংও করেছেন। এরপরে আসে দৃশ্যপটের পরিবর্তন। ২৫ ওভারে তিন উইকেটে ১০০ রান, এমন অবস্থা বিবেচনা করে ব্যাটিং করতে নামেন মুশফিকুর রহিম। তার সঙ্গী শান্ত। 

যদিও এমন অবস্থায় উইকেট হারিয়েছেন মুশফিক। আবু জায়েদ রাহির বলে উইকেট যায় মুশফিকুরের। এরপরে ব্যাটিং নেমেছেন মোহাম্মদ মিথুন। জুবায়ের লিখনের বলে ক্যাচ আউট হয়ে ফিরেছেন শান্ত। এরপরে নেমেছেন মোসাদ্দেক।

তারপর বেশ কিছুক্ষণ এভাবে খেলা চলার পরে স্বেচ্ছা অবসরে যান মিথুন। ব্যাট করতে নামেন আরিফুল হক। অবশ্য আরিফুল নামার আগে প্রেক্ষাপট আবার বদলে দেওয়া হয়।

নতুন প্রেক্ষাপট অনুযায়ী ৪৪ ওভারে পাঁচ উইকেটে ২৫০ রানে বাংলাদেশ। আর ব্যাটিং করবেন আরিফুল-মোসাদ্দেক। একদিকে ব্যাটসম্যানদের যেমন পরীক্ষা, আরেকদিকে বোলাররাও দিবেন ফিনিশিংয়ের পরীক্ষা।

এমন অবস্থায় থিতু হতে পারেননি আরিফুল হক। তিনি বিদায় নিলে উইকেটে আসেন মাশরাফি। এরপরে মোসাদ্দেক বিদায় নিলে নামেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের শেষ বলে ব্যাটসম্যানের জয় পাইয়ে দেন মাশরাফি। 

তারপরে শুরু হয় আরেক দৃশ্যপট। শেষের ওভারটি আবারো খেলা হয়। এবার লক্ষ্য বাড়িয়ে ৩০১ থেকে ৩১৩ তে নেওয়া হয়। ব্যাটসম্যান মাশরাফি ও আরিফুল। বোলার কামরুল ইসলাম রাব্বি।

কিন্তু শেষ ওভারের প্রথম বলেই ফিরে যান আরিফুল। তারপরে আবার নামেন মিরাজ। কিন্তু এবার ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরা। এরপরে লক্ষ্য নির্ধারণ করা হয় ৩০৯ তে, অর্থাৎ শেষের ওভার আবারো খেলা হয়।

মিরাজ এবং অপু নামেন ব্যাটিংয়ে। বোলিংয়ের দায়িত্বে ছিলেন আবু হায়দার রনি। অপু রানআউট হলে ব্যাটিংয়ে নামেন কামরুল ইসলাম রাব্বি। এরপরে মিরাজের উইকেট নেন রনি। এই পরীক্ষা ৩০৯ রানের লক্ষ্যে নেমে ৩০৫ রানে থামে টাইগাররা। ফলে আবারো ফিনিশিং ব্যর্থতা দেখল তারা। 

ফিনিশিং দুর্বলতা থাকায় এরপরে শেষ ওভারটিতে আবারো নামে টাইগাররা। এবার নামেন আরিফুল এবং মিরাজ। বোলিংয়ে আসেন শরিফুল। লক্ষ্য এবারো ৩০৯। আর দলের রান বেঁধে দেওয়া হয় ৩০৬ তে।

অর্থাৎ এক ওভারে তিন রান লাগে মাত্র। এমন সমীকরণে দলকে চার মেরে ম্যাচ জেতান আরিফুল। বারংবার ব্যর্থ হয়ে সফলতার মুখ দেখেছেন তিনি। পরের পরীক্ষায় আবার নামেন মিরাজ, সঙ্গী শরিফুল।

লক্ষ্য এবারো ৩০৯। আর দলের রান বেঁধে দেওয়া হয় ৩০৬ তে। বোলার ছিলেন আবু জায়েদ রাহি। এবার প্রথম বলেই চার হাঁকিয়ে ম্যাচ জেতান মিরাজ। একই পরীক্ষায় আনা হয় মিথুন এবং শরিফুলকে। যদিও বোলার অপুর কাছে ধরাশায়ী হন মিথুন। এরপরে একই পরীক্ষায় ব্যর্থ হন রনি এবং খালেদ।

বিকেল ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। আড়াই ঘন্টা চলবে টাইগারদের এই প্রস্তুতি ম্যাচ। বিকেল সাড়ে পাঁচটায় শেষ হবে হবে ম্যাচটি। এরপর দেড় ঘন্টার বিরতি দিয়ে একটি টি-টুয়েন্টি ম্যাচে লড়বেন জাতীয় দলের ক্রিকেটাররা। 

সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হওয়া ম্যাচটি শেষ হবে রাত ১১টায়। এশিয়া কাপকে সামনে রেখে আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসের ৯ তারিখ এশিয়া কাপের উদ্দেশ্যে উড়াল দিবেন মাশরাফি-মুশফিকরা।

১৫ই সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর ২০ তারিখ আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে টাইগাররা। 

এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।