এশিয়া কাপ ২০১৮

দুই দলে ভাগ হয়ে মাঠে নামছেন মাশরাফি-মুশফিকরা

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 13:57 সোমবার, 03 সেপ্টেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

এশিয়া কাপকে সামনে রেখে সোমবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে এশিয়া কাপের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। সেই সঙ্গে স্কোয়াডের বাইরে থাকা বেশ কয়েকজোন ক্রিকেটারও এই ম্যাচে অংশ নিবেন।

এদিন ম্যাচ পরস্থিতি বিবেচনা করে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। দু'দলে বিভক্ত হয়ে এই ম্যাচে লড়বেন তারা।

বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। আড়াই ঘন্টা চলবে টাইগারদের এই প্রস্তুতি ম্যাচ। বিকেল সাড়ে পাঁচটায় শেষ হবে হবে ম্যাচটি।

এরপর দেড় ঘন্টার বিরতি দিয়ে একটি টি-টুয়েন্টি ম্যাচে লড়বেন জাতীয় দলের ক্রিকেটাররা। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হওয়া ম্যাচটি শেষ হবে রাত ১১টায়।

এশিয়া কাপকে সামনে রেখে আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসের ৯ তারিখ এশিয়া কাপের উদ্দেশ্যে উড়াল দিবেন মাশরাফি-মুশফিকরা।

১৫ই সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর ২০ তারিখ আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে টাইগাররা। 

এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।