কাউন্টি ক্রিকেট

ক্রিকেট ছাড়লেন জিম্বাবুয়ের অলরাউন্ডার আরভিন

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:01 রবিবার, 02 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

সব ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন সাবেক জিম্বাবুইয়ান অলরাউন্ডার শেন আরভিন। রবিবার টুইটারে এক বার্তায় ক্রিকেট ছাড়ার কথা নিজেই জানিয়েছেন তিনি।

আরভিন ২০০৪ সালে জিম্বাবুয়ের হয়ে সবশেষ মাঠে নেমেছেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর কাউন্টি ক্রিকেটে নিয়মিত খেলে গেছেন তিনি। দীর্ঘ ১৪ বছরের কাউন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন হ্যাম্পাশায়ারের হয়ে লম্বা সময় খেলা এই ক্রিকেটার।

আরভিন জিম্বাবুয়ের হয়ে সাদা পোষাকে ৫ টি টেস্ট ও ৪২ টি ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি আলো ছড়াতে না পারলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন এই জিম্বাবুইয়ান ক্রিকেটার।

২২৯ টি ম্যাচ খেলে ৩৬.১৫ গড়ে করেছেন ১১ হাজার ৩ শত ৯০ রান। ২২ টি সেঞ্চুরি ও ৫৭ টি হাফ সেঞ্চুরি এই রান করেছেন আরভিন। তাছাড়া বল হাতেও নজরকাড়া পারফর্মেন্স করেছেন তিনি।

নিয়েছেন ২৯০ টি উইকেট। এদিকে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে আরভিন বলেছেন তিনি গতকাল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়েছেন। স্থির করেছেন ১৪ বছরের কাউন্টি ক্যারিয়ারের ইতি টানার।

"গতকাল আমি আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ ১৪ বছর কাউন্টি খেলার পর আমার ৭ নম্বর জার্সিটা তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি।"