ইংল্যান্ড-ভারত সিরিজ

মঈনের সামনেই অগ্নিপরীক্ষা কোহলির

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 19:10 রবিবার, 02 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

সাউদাম্পটন টেস্টের চতুর্থ দিন। আগের দিনে ২৩৩ রানের লিডে থাকা ইংলিশরা থেমেছে ২৪৫ রানের লক্ষ্য দিয়ে। তবে ইংল্যান্ডের মাটিতে এই লক্ষ্যই অনেক বেশি কঠিন ভারতীয় ব্যাটসম্যানদের জন্য। 

ইংল্যান্ডে অতীত ঐতিহ্য সমৃদ্ধ নয় ভারতীয় ব্যাটসম্যানদের। চলমান সিরিজেও প্রথম দুই টেস্টে নিজেদের শেষ ইনিংসে ব্যাটিং ব্যর্থতা ছিল ভারতের। তবে এই যাত্রায় ব্যতিক্রম ছিলেন কেবল ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।

চলমান সিরিজে ভারতের দ্বিতীয় ইনিংসে একটি সেঞ্চুরি (১০৩), একটি হাফ সেঞ্চুরি (৫১) ও ১৭ রানের ইনিংস খেলেছেন কোহলি। এছাড়া উল্লেখ করার মতো কোন পারফর্মেন্স নেই কোন ভারতীয় ব্যাটসম্যানের।

এদিকে চতুর্থ দিনে ভারতের সবচেয়ে বড় পরীক্ষা ইংলিশ পেসারদের বিপক্ষে নয়, বরঞ্চ ইংলিশ স্পিনার মঈন আলীর বিপক্ষে। কেননা সাউদাম্পটনে ইংলিশ পেসাররা নয়, ভারতীয়দের বিপদে ফেলেছিলেন এই মঈন আলীই।

প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন মঈন আলী। চলমান টেস্টে মঈন বল হাতে নেয়ার আগেই বিপাকে ভারতীয়রা। ২৫ ওভারে ৬০ রান তুলতেই শীর্ষ তিন ব্যাটসম্যানকে হারিয়েছে তারা।

উইকেটে আজিঙ্কা রাহানের (১৮*) সাথে আছেন সেই ভিরাট কোহলি (১৯*)। এরই মাঝে অগ্নিপরীক্ষায় আছেন ভারতীয় অধিনায়ক। ভিরাট কোহলির আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারে মঈন আলীর আত্মবিশ্বাস। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে মিডিয়ার সামনে জানিয়েছিলেন, 

'টেকনিকে আমি বেশি পরিবর্তন আনিনি। আমার শুধু একটা সুন্দর সুচনার দরকার ছিল। আপনি যখন ব্যাটে বলে ভাল অবস্থানে থাকেন, তখন দলে ডাক পাওয়াটা আনন্দের। দলে আত্মবিশ্বাস নিয়ে ফিরেছি এটাই বড়। নিজের উপরে বিশ্বাস রাখাটা দরকার ছিল, যা আমি কাউন্টিতে ফিরে পেয়েছি।' 

এদিকে ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে মঈন আলীর রেকর্ডও বেশ দারুণ। মোট ২৪ টি উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে পাঁচ উইকেট নিয়েছেন দুবার করে। এখন মঈনের পরীক্ষা টপকে ভারতকে সিরিজে ফেরাতে পারেন কিনা, সেটাই দেখার বিষয়।