বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বাংলাদেশ সফরের আগেই দুঃসংবাদ পেল জিম্বাবুয়ে

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 16:55 রবিবার, 02 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

চলতি বছরের অক্টোবর মাসে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। তবে এই সফরে আসার আগেই একটি দুঃসংবাদ শুনতে হয়েছে তাদের। 

কেননা সিরিজটি থেকে ছিটকে পড়তে হয়েছে সাবেক অধিনায়ক এবং অভিজ্ঞ ক্রিকেটার গ্রায়াম ক্রিমার। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এরই মধ্যে এই বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে।  

২০১৯ বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডে হেরে যাওয়ার ফলে ক্রিমারের অধিনায়কত্ব বাতিল করে দেশটির ক্রিকেট বোর্ড। এরপর থেকেই বেশ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে দীর্ঘদিন থেকে হাঁটুর ইনজুরিতে ভুগছেন এই স্পিনার।

গত সপ্তাহে পায়ের সার্জারিও হয়েছে তাঁর। আর এর ফলেই বাংলাদেশ সফর এবং দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে পড়তে হল তাঁকে। জিম্বাবুয়ে জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট আনেসু মুপোতারিনগা ক্রিমার প্রসঙ্গে বলেছেন, 

'টানা হাঁটুর ব্যাথা এবং অস্বস্তিতে ভোগার পর অবশেষে ক্রিমারের সার্জারি হয়েছে গত ২৩শে অগাস্ট। সার্জারিটি ভালোই হয়েছে এবং ক্রিমার বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তাঁর ফিরতে ছয় থেকে আট সপ্তাহের মতো সময় লাগতে পারে যা তাঁকে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ সফর থেকে ছিটকে দিয়েছে।'

এদিকে ক্রিমার ছিটকে পড়লেও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার কাইল জারভিস। পাকিস্তানের বিপক্ষে গত টি টুয়েন্টি সিরিজের সময় হাতে চোট পেয়েছিলেন এই পেসার।  পুনর্বাসন প্রক্রিয়া শেষে অবশেষে ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। অপরদিকে অলরাউন্ডার সলোমন মীরেও ফিরেছেন গোড়ালির ইনজুরি কাটিয়ে।