এশিয়া কাপ ২০১৮

আফগানদের স্কোয়াডে তিন নতুন মুখ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 14:57 রবিবার, 02 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রনে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। রবিবার আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে দল ঘোষণা করেন তারা।  

ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন উইকেট রক্ষক মুনির আহমেদ কাকার , সৈয়দ আহমাদ শেরজাদ এবং ওয়াফাদার। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নিয়মিত অধিনায়ক আজগর আফগান।

বিধ্বংসী উইকেট রক্ষক ওপেনার মোহাম্মাদ শেহজাদ, নাজিবুল্লাহ জাদরান, রহমত শাহ এবং সামিউল্লাহ শেনওয়ারিরা আছেন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে। স্পিন শক্তি বাড়াতে দলে আছেন রশিদ খান এবং মুজিব উর রহমান।

রশিদ-মুজিবের সঙ্গে শারাফউদ্দিন আশরাফকে স্কোয়াডে রেখেছে আফগানরা। আর চতুর্থ স্পিনার হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মোহাম্মাদ নবি। আরেক অলরাউন্ডার হিসেবে দলে আছেন গুলবদিন নাইব। 

এছাড়াও বোলিংয়ের দায়িত্ব সামাল দিতে দলে রয়েছেন আফতাব আহমেদ, সায়েদ সিরাজের মতো পেসাররা। সব মিলিয়ে পূর্ণ শক্তির দল নিয়েই এশিয়া কাপে যাচ্ছে আফগানরা।

এশিয়া কাপে বাংলাদেশ এবং শ্রীলংকার বিপক্ষে বি গ্রুপে লড়বে আফগানিস্তান। ১৭ তারিখ শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে আজগার আফগানের দল। আর ২০ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দলটি।

এশিয়া কাপের আফগান স্কোয়াডঃ

আজগর আফগান, মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নাবী, গুলবদিন নাইব, রশিদ খান, নাজিবুল্লাহ জাদরান, মুজিব-উর-রহমান, আফতাব আলম, সামিউল্লাহ শেনওয়ারি, মুরিন আহমেদ কাকার, সৈয়দ আহমাদ শেরজাদ, শারাফুদ্দিন আশরাফ ও বাফাদার মোমান্দ।