এশিয়া কাপ

'কাউকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নেই'

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 14:25 রবিবার, 02 সেপ্টেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত মাত্র ৩টি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। তবে এই তিন ম্যাচে নিজেকে খুব বেশি চেনাতে পারেননি তিনি। তবে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ 'এ' দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করা মিথুনকে আবারও এশিয়া কাপের স্কোয়াডে বিবেচিত করেছেন নির্বাচকেরা। 

দেশের হয়ে পুনরায় খেলার সুযোগ পেয়ে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মিথুন। গণমাধ্যমে আলাপকালে এশিয়া কাপে কাউকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য আছে কিনা সাংবাদিকদের এরূপ প্রশ্নে টাইগার এই ব্যাটসম্যান জানিয়েছেন এই বিষয়ে খুব একটা ভাবনা নেই তাঁর। বরঞ্চ নিজের আত্মবিশ্বাস বজায় রেখে ভালো খেলে যাওয়ার প্রতিই বেশি মনোযোগ দিতে চান তিনি। আর তেমনটি করতে পারলেই নিজের লক্ষ্যে পৌঁছুতে পারবেন বলে বিশ্বাস করছেন মিথুন। টাইগার এই ক্রিকেটার বলেছেন,  

'দেখুন কাউকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারটিতে আমি বিশ্বাসী না। কারণ যার জায়গায় খেলবো সে হয়তো একধরণের ভূমিকা পালন করতো, আমি ভিন্ন ভূমিকা পালন করবো। আমি পুরোপুরি আলাদা একজন মানুষ। আমি হয়তো তাঁর থেকেও ভালো করতে পারি। আমার অবশ্যই আত্মবিশ্বাসটি থাকতে হবে এবং আমার দিক থেকে সম্ভাব্য সেরাটি দেয়ার মানসিকতা থাকতে হবে।'

এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও কথা বলেন মোহাম্মদ মিথুন। তাঁর মতে ফরম্যাটটি ওয়ানডে হওয়ার কারণেই ভালো খেলবে টাইগাররা। এক্ষেত্রে সিনিয়রদের পাশাপাশি জুনিয়রদেরকেও দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে উল্লেখ করেন তিনি। মিথুনের ভাষ্যমতে, 

'আমি অবশ্যই আশাবাদী কারণ অন্য ফরম্যাটে যেমনই হোক, ওয়ানডেতে কিন্তু বাংলাদেশ যথেষ্ট ভালো। বিশেষ করে গত চার বছর ধরে বাংলাদেশ ভালো করছে। সিনিয়র ক্রিকেটারদের সাথে আমরা যারা জুনিয়ররা আছি তারা যদি অবদান রাখতে পারি তাহলে আমার কাছে মনে হয় ভালো হবে।'

টুর্নামেন্টে বাংলাদেশের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া বলেও খোলাসা করেছেন মিথুন। আর এর প্রথম থাপ হিসেবে ভালো খেলে দ্বিতীয় রাউন্ডে পা রাখতে হবে দলকে। সেটি মেনেই এই টাইগার ব্যাটসম্যান বলছেন,  

'আমাদের আসলে টুর্নামেন্টে মূল লক্ষ্য হল চ্যাম্পিয়ন হওয়া। তবে প্রথম ধাপটি পার করা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। সিনিয়র ক্রিকেটারদের সাথে আমরা যারা খেলবো তারা যদি অবদান রাখতে পারি আমার মনে হয় খুব সহজেই দ্বিতীয় রাউন্ডে যেতে পারবো।'