সিপিএল ২০১৮

স্মিথদের বার্বাডোজকে উড়িয়ে টেবিলের শীর্ষে গায়ানা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 09:27 শনিবার, 01 সেপ্টেম্বর, 2018

||ডেস্ক রিপোর্ট||

বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) ২২তম ম্যাচে ৮ উইকেটের বিশাল এক জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আর এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। 

এই ম্যাচের শুরুতে টসে জিতে বার্বাডোজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন গায়ানার অধিনায়ক রায়াদ এমরিট। এরপর ব্যাটিং করতে নেমে গায়ানার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৬৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় জ্যাসন হোল্ডারের দল। 

দলটির পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ৪৬ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন অজি রিক্রুট স্টিভ স্মিথ। এছাড়াও শাই হোপ ৩৪ এবং ডোয়াইন  স্মিথ ২৮ রান করেন। 

এদিন গায়ানার সবথেকে সফল বোলার ছিলেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন তিনি। তাহির ছাড়াও ২টি করে উইকেট পেয়েছেন সোহেল তানভির এবং রোশন প্রিমাস। তবে তারা উভয়েই তাহিরের থেকে খরুচে ছিলেন। তানভির ৪ ওভারে ২৮ এবং প্রিমাস ৩০ রান দিয়েছেন।

১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে অবশ্য খুব বেশি সমস্যায় পড়তে হয়নি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে। আর এর মূল কৃতিত্ব দিতে হবে কিউই উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রঞ্চিকে। মাত্র ৪০ বলে ৬৭ রানের অপরাজিত একটি ঝড়ো ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ৫টি চার এবং ৩টি ছয়।  অপরদিকে ৩৪ বলে ৪৩ রান করে তাঁকে ভালোই সঙ্গ দিয়েছিলেন আরেক ওপেনার চ্যাডউইক ওয়ালটন।

শেষের দিকে শিমরন হেটমায়ার খেলেন ২০ বলে ৩০ রানের আরেকটি কার্যকরী ইনিংস। আর এরই মাধ্যমে ২০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গায়ানা। বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন ওয়াহাব রিয়াজ এবং অ্যাশলে নার্স। 

বার্বাডোজ ট্রাইডেন্টস একাদশ- 

ডোয়াইন স্মিথ, মার্টিন গাপটিল, হাশিম আমলা, স্টিভ স্মিথ, শাই হোপ, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), জ্যাসন হোল্ডার (অধিনায়ক), অ্যাশলে নার্স, ওয়াহাব রিয়াজ, চিমার কিরন হোল্ডার, মোহাম্মদ ইরফান। 

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স একাদশ- 

চ্যাডউইক ওয়ালটন, লুক রঞ্চি (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, ক্যামেরন ডেলপোর্ট, জ্যাসন মোহাম্মদ, রোশন প্রিমাস, ক্রিস গ্রিন, রায়াদ এমরিট (অধিনায়ক), ভিরাস্যামি পিরমল, ইমরান তাহির, সোহেল তানভির। 

সংক্ষিপ্ত স্কোর- 

বার্বাডোজ ট্রাইডেন্টস- ১৬৫/৭ (২০ ওভার) (পুরান- ৪৬, স্মিথ- ৪০) (তাহির-৪/২১, তানভির-২/২৮)

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ১৬৮/২ (১৬.৪ ওভার) (রঞ্চি- ৬৭*, ওয়ালটন-৪৩) (ওয়াহাব- ১/২৬, নার্স- ১/২৮) 

ফলাফল- ওয়ারিয়র্স ২০ বল হাতে রেখে ৮ উইকেটে বিজয়ী 

টস- গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স (ফিল্ডিং)