ইংল্যান্ড একাদশ

ইংল্যান্ডের একাদশে ফিরলেন কুরান-মঈন

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:08 বুধবার, 29 আগস্ট, 2018

||ডেস্ক রিপোর্ট||

সাউদাম্পটনে ভারতের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টের একাদশে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার মঈন আলী ও পেস বোলিং অলরাউন্ডার স্যাম কুরান।

মঈন ইংল্যান্ডের একাদশে জায়গা পেয়েছেন মিডেল অর্ডার ব্যাটসম্যান অলি পোপের জায়গায়। আর স্যাম কুরান জায়গা পেয়েছেন উরুর চোটে পড়া ক্রিস ওকসের জায়গায়। গত টেস্টে মাঠে নামা একাদশে আর কোনো পরিবর্তন করেনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এদিকে, আঙুলের চোটে পড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো সিরিজের চতুর্থ টেস্টে খেলবেন কেবল স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। দলের চার নম্বরে ব্যাটিং করার কথা রয়েছে তার।

ফলে, ইংল্যান্ডের উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। এর আগে ট্রেন্ট ব্রিজে উইকেটকিপিংয়ের সময় ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের এক ডেলিভারিতে বাঁ হাতের মাঝের আঙুলে ব্যথা পান উইকেটরক্ষক জনি বেয়ারস্টো।

পরে আর উইকেটের পেছনে দেখা যায়নি তাকে। বাকি সময়টা সামাল দিয়েছিলেন জস বাটলার। এবার তার কাঁধেই পুরো ম্যাচের উইকেটকিপিংয়ের দায়িত্ব তুলে দিয়েছে ইংল্যান্ড।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। এই ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত করতে স্বাগতিকরা। অন্যদিকে, এই ম্যাচে জয় পেলে সিরিজে সমতা আনবে ভারত।

ইংল্যান্ড একাদশ : অ্যালিস্টার কুক, কেটন জেনিংস, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, স্যাম কুরান, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।