ইংল্যান্ড সফরেই গুরুর দেখা মিলল শামির

ছবি: জিমি অ্যান্ডারসন এবং মোহাম্মদ শামি, ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গতি নির্ভর না হয়ে শুধু লাইন এবং লেন্থে বোলিং করে প্রতিনিয়ত উইকেট নিয়ে যাচ্ছেন ইংলিশ ফ্রন্ট লাইন পেসার জেমস অ্যান্ডাসন। শুধু কি তাই? হাতের কারুকার্যে বলকে স্ট্যাম্পের ভিতরে আনা এবং বাইরের নেয়ার কাজটা খুব নিখুঁতভাবেই করে থাকেন তিনি।
বলের উপর অ্যান্ডাসনের এমন নিয়ন্ত্রন অনেক বেশি উপভোগ করে থাকেন বিশ্ব ক্রিকেটের সকলে। ভারতীয় দলের ডানহাতি পেসার মোহাম্মদ শামিও সবার মতো অ্যান্ডাসনের বোলিং উপভোগ করছেন।
চলমান সিরিজে ভারতের বিপক্ষে আরও মুগ্ধতা ছড়াচ্ছেন জিমি। বল হাতে ভারতীয় ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছেড়েছেন প্রায় সব ম্যাচেই। লর্ডস টেস্টের নয় উইকেট নিয়ে জয়ের নায়কতো তিনিই ছিলেন।

এদিকে তাঁকে (অ্যান্ডারসন) পর্যবেক্ষণ করায় ব্যস্ত ভারতীয় পেসার শামি। যতটুকু পারা যায় জিমির কৌশলগুলো আয়ত্ত করতে চান তিনি। তবে ইতিমধ্যে নিজেকে আরও নিখুঁত করার শিক্ষাটা অ্যান্ডারসন থেকে পেয়েছেন এই ক্রিকেটার।
'যখন অ্যান্ডাসনের মতো একজন সিনিয়র ক্রিকেটার পারফর্ম করবে আপনি তা উপভোগ করবেন। যতটুকু সম্ভব তাকে পর্যবেক্ষণ করবেন এবং যতদূর পারা যায় শিখবেন। আমি সবসময়ই দেখি সে অতিরিক্ত গতিতে বল করছে না তবুও উইকেট নিয়ে যাচ্ছে। কোন লেন্থে সে বল করছে? আপনার এই জিনিসটি জানতে হবে।
'এখন পর্যন্ত আমি অ্যান্ডারসন থেকে শিখেছি যে, আপনি যত বেশি নিখুঁত হবেন আপনার জন্য তত ভাল হবে।'
ইংল্যান্ডের মাটিতে প্রতিপক্ষের সবচেয়ে বেশি ভয়ের কারণ থাকেন অ্যান্ডারসন। নিজের কন্ডিশনে তিনি সব সময়ই অসাধারণ বোলিং করে থাকেন। ২০১৪ সালের সফরেও তা টের পেয়েছিল ভারত।
শুধু তাই নয়, ভারতীয় পেসার শামি চোখে বৈচিত্র্যে ভরা এক বোলারের নাম অ্যান্ডারসন। কারণ কন্ডিশনের ভিন্নতায় তাঁর বোলিংয়েও ভিন্নতা দেখা যায় বলে বিশ্বাস করেন ভারতের এই পেসার।
'ভিন্ন কন্ডিশনে সে ভিন্ন একজন বলার। একজন ক্রিকেটার কোথা থেকে আসছে এটা গুরুত্বপূর্ণ নয়। আপনাকে প্রথমেই দেখতে হবে সে ঘরোয়া কন্ডিশনে কেমন করছে। আমরা অ্যান্ডারসন থেকে একটা আচরণ শিখতে পেরেছি। আমরা তাকে গত সফরেও অসাধারণ বোলিং করতে দেখেছি।'