সিপিএল ২০১৮

রোমাঞ্চকর ম্যাচে হারলেন রিয়াদরা

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 11:04 বুধবার, 29 আগস্ট, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

জয়ের খুব কাছে গিয়ে ফিরে আসতে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ-ক্রিস গেইলদের সেন্ট কিটসকে। মঙ্গলবার গায়ানার ব্যাটসম্যান সোহেল তানভিরের ক্যামীয় ইনিংসের কাছে ৪ উইকেটে হেরে যায় দলটি।

দলকে জেতাতে এদিন লোয়ার অর্ডার হার্ড হিটিং ব্যাটসম্যানের পরিচয় দিয়েছেন এই পাকিস্তানি। ২০ বলে ৩ ছক্কা ২ চারে অপরাজিত ছিলেন ৩৭ রানে, যেখানে তার স্ট্রাইক রেট ১৮৫।

শেষ দুই ওভারে জিততে হলে রায়াদ এম্রিতের দলের প্রয়োজন ছিল ১৯ রানের। সেখান থেকে শেলডন কটরিয়েলের ১৯তম ওভারে ১৬ রান নেয় গায়ানা।

শেষ ওভারে জিততে তাদের প্রয়োজন ছিল ৩ রান মাত্র। অবশ্য বাকি ৩ রান করতে গায়ানার ব্যাটসম্যানদের লেগেছে ৫ বল, অর্থাৎ ২০তম ওভারের পঞ্চম বলে জয় তুলে নেয় তারা।

আর এই ম্যাচে হেরে আসরের তৃতীয় পরাজয়ের মুখ দেখেছে রিয়াদরা, সেই সঙ্গে টেবিলের চতুর্থ স্থানে নেমে গিয়েছে দলটি। এদিন বল হাতে খানিকটা সফল (২৮/১ উইকেট) হলেও ব্যাট হাতে (৪রান) নিজের সেরাটা দিতে পারেননি রিয়াদ।

সেন্ট কিটসঃ ১৬৮/৬ (২০ ওভার), (ক্রিস গেইল ৪০, অ্যান্টন ডেভচিচ ৩৫)

গায়ানা আমাজন ওয়ারির্সঃ ১৬৯/৬ (১৯.৫ ওভার), (সোহেল তানভির ৩৭*, জেসন মোহাম্মাদ ৩৬) 

ফলাফলঃ ৪ উইকেটে জয়ী গায়ানা

প্রথমে ব্যাট করা সেন্ট কিটস দুই ওপেনার গেইল-লুইসের ঝড়ো ব্যাটিং ৭.৪ ওভারে স্কোরবোর্ডে যোগ করে ৭১ রান। এসময় গেইল ৪০ করে বিদায় নিলে খানিক পর লুইস ফিরেন ২৮ রানে।

দুই ওপেনারের বিদায়ের পর সেন্ট কিটসকে ঘুরে দাঁড়াতে দেয়নি গায়ানার বোলাররা। বড় স্কোর করতে ব্যর্থ হন বাকি ব্যাটসম্যানরা। শেষ দিকে কিউই ব্যাটসম্যান অ্যান্টন ডেভচিচের ৩৫ রান দলকে ১৬৮ রানের পুঁজি এনে দেয়।

গায়ানার হয়ে এদিন দুর্দান্ত বোলিং করেন দক্ষিন আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। ৪ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। 

১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে দুই ওপেনারকে হারালেও মিডেল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের দিকে নিতে শুরু করে গায়ানা। এরপর শেষের দিকে সোহেল তানভিরের ক্যামীয় ইনিংসের উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।