ভারত-ইংল্যান্ড সিরিজ

ভাঙা আঙুল নিয়েই উইকেটের পেছনে দাঁড়াবেন বেয়ারস্টো

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:35 মঙ্গলবার, 28 আগস্ট, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

সফরকারী ভারতের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে ট্রেন্ট ব্রিজে উইকেটকিপিংয়ের সময় ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের এক ডেলিভারিতে বাঁ হাতের মাঝের আঙুলে ব্যথা পান উইকেটরক্ষক জনি বেয়ারস্টো।

পরে আর উইকেটের পেছনে দেখা যায়নি তাকে। বাকি সময়টা সামাল দিয়েছেন আরেক উইকেটরক্ষক জস বাটলার। বেয়ারস্টোর ইনজুরি খুব বেশি গুরুতর না হলেও সিরিজের চতুর্থ টেস্টে উইকেটের পেছনে তাকে দেখা যাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

তবে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান কোনো ভাবেই নিজের জায়গা ছাড়তে নারাজ। মঙ্গলবার এগিয়াস বোলে ট্রেনিং সেশনে উইকেটকিপিং গ্লাভস হাতেই দেখা গেছে তাকে। ফলে বোঝাই যাচ্ছে ভারতের বিপক্ষে কিপিং গ্লাভস হাতেই মাঠে নামতে মরিয়া এই ক্রিকেটার।

চোট নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন বেয়ারস্টো। তিনি জানিয়েছেন, 'ফোলা কমে গেছে। আমি চাইছি অনুশীলনে উইকেটকিপিংটা চালিয়ে যেতে। আজ বিকেলেও (মঙ্গলবার) সেটা করেছি।'

২৮ বছর বয়সী বেয়ারস্টো নিজের জায়গা ধরে রাখার ব্যাপারে বলেছেন, 'আমি অবশ্যই খেলতে চাইব। যদি আমি উইকেটকিপিং না করতে পারি, তবে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলব। তবে আমি চাই উইকেটকিপার হিসেবে নিজের জায়গাটা ধরে রাখতে।'

ভারতের বিপক্ষে সিরিজের পরবর্তী টেস্ট শুরু হবে বৃহস্পতিবার থেকে। পরবর্তী দুই টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ডের ১৪ জনের দলে বেয়ারস্টো আছেন। ইংলিশ টিম ম্যানেজম্যান্ট আশা করছে, অন্ততপক্ষে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে চতুর্থ টেস্টে মাঠে নামতে পারবেন বেয়ারস্টো।