সিপিএল ২০১৮

ম্যাককালাম ঝড়ে শীর্ষে নাইট রাইডার্সরা

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 10:54 সোমবার, 27 আগস্ট, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে সোমবার ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সাবেক কিউই দলপতি ব্রেন্ডন ম্যাককালাম। তার ৪২ বলে ৬৬ রানের উপর ভর করেই বার্বাডোসের বিপক্ষে সহজ জয় পায় ত্রিনবাগো নাইট রাইডার্স।

তবে ম্যাককালাম শো শুরু হওয়ার আগে বল হাতে বার্বাডোসকে নাকানি চুবানি খাইয়েছেন ত্রিনবাগোর বোলাররা। প্রথমে ব্যাট করা দলটিকে শুরুতেই বড় ধাক্কা দেন তারা।

স্কোরবোর্ড তিন রান যোগ করতেই তিন উইকেট হারিয়ে বসেন তারা। এরপর অবশ্য শাই হোপ, নিকোলাস পুরান এবং অধিনায়ক হোল্ডার মিলে হাল ধরার চেষ্টা করলেও বাকিরা আশা জাওয়ার মাঝেই ছিলেন।

দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন শাই হোপ। এছাড়া নিকোলাস পুরান ৩৪ এবং জেসন হোল্ডার শেষের দিকে স্কোরবোর্ডে ৩০ রান যোগ করেন। এই তিনজনের অবদানে নির্ধারিত ২০ ওভারে ১২৮ রানের পুঁজি পায় এখন পর্যন্ত সিপিএলে দুটি জয় পাওয়া বার্বাডোস।

ত্রিনবাগোর হয়ে এদিন ২টি করে উইকেট নিয়েছেন ফাওয়াদ আহমেদ, ডোয়াইন ব্রাভো এবং খাইরি পিরে। জবাবে ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ বল হাতে রেখেই জয় তুলে নেয় নাইট রাইডার্সরা।

এদিন ব্যাট হাতে ঝড় তুলে ৮ চার এবং ৩ ছক্কায় ৬৬ রান করে ম্যাচ সেরা হন ব্রেন্ডন ম্যাককালাম। এছাড়া দীনেশ রামদিনের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ২০ রান।