ইংল্যান্ড-ভারত টেস্ট

গাঙ্গুলিকে টপকে সেরা টেস্ট অধিনায়কের দ্বারপ্রান্তে কোহলি

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 12:01 বৃহস্পতিবার, 23 আগস্ট, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয়টিতে ইংলিশদের হারিয়ে অসাধারণ একটি রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। নটিংহ্যাম টেস্টে দাপটের সাথে ভারত জয় পাওয়ার পর অধিনায়ক কোহলি টপকে গিয়েছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। 

অবসরের আগে ভারতকে ৪৯ টেস্টে নেতৃত্ব দিয়ে ২১টিতে জয় এনে দিয়েছিলেন গাঙ্গুলি। এবার কোহলি সেই রেকর্ডটি ৩৮টি ম্যাচ খেলেই পেরিয়ে গেলেন। এবার তাঁর সামনে রয়েছেন শুধুই মহেন্দ্র সিং ধোনি।

মোট ৬০টি টেস্ট ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ধোনি। যেখানে তাঁর জয়ের সংখ্যা ছিল ২৭টি। সুতরাং ধরে নেয়াই যাচ্ছে ধোনিকে টপকে যাওয়াটা শুধুই সময়ের ব্যাপার কোহলির জন্য। 

ভারতের সবথেকে সফল টেস্ট অধিনায়ক হিসেবে আর কয়েকদিনের মধ্যেই হয়তো সবার ওপরে উঠে আসবেন এই রান মেশিন খ্যাত ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুইটি টেস্টে হারের পর তৃতীয় ম্যাচে কোহলির নেতৃত্বেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত।

আর এই ম্যাচেও যথারীতি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন কোহলি। প্রথম ইনিংসে ৯৭ রান করে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়লেও দ্বিতীয় ইনিংসেে ঠিকই তুলে নিয়েছিলেন সেঞ্চুরি।

তাঁর দোর্দণ্ড প্রতাপে ইংলিশদের সামনে ৫২১ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছিল সফরকারি ভারত। আর পাহাড়সম লক্ষ্য টপকাতে গিয়ে ২০৩ রানে পরাজিত হতে হয়েছে জো রুটের দলকে।