বিদায় এলিয়ট

ক্রিকেটকে বিদায় জানালেন গ্র্যান্ট এলিয়ট

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 19:03 বুধবার, 22 আগস্ট, 2018

|| ডেস্ক রিপোর্ট ||  

২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। আর সেই জয়ের মূল নায়ক ছিলেন কিউই অলরাউন্ডার গ্র্যান্ট এলিয়ট। ৭৩ বলে ৮৪ রানের অপরাজিত একটি ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছিলেন তিনি। 

নিউজিল্যান্ডকে সেমিফাইনালে ওঠানো সেই নায়ক এবার সকল ধরণের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ইংল্যান্ডে ভাইটালিটি ব্লাস্ট টুর্নামেন্টে বার্মিংহাম বিয়ারসের অধিনায়ক হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এলিয়ট। 

ষষ্ঠ অবস্থানে থেকে এই টি টুয়েন্টি টুর্নামেন্টটি শেষ করেছে তাঁর দল। এরপর পরই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন এই কিউই অলরাউন্ডার। মঙ্গলবার নিজের অফিসিয়াল 'ইনস্টাগ্রাম' অ্যাকাউন্টে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন এলিয়ট। সেই পোস্টটিতে তিনি লিখেছেন, 

'জোহানেসবার্গে শুরু করেছিলাম, বার্মিংহামে শেষ। আমার মনে আছে যখন আমার বয়স ১২ বছর ছিল তখন আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করেছিলাম। একটি বিশ্বকাপে খেলা, আন্তর্জাতিক ক্রিকেটে খেলা এবং কাউন্টিতে খেলা, এভাবে কেটে গেছে ২৭টি বছর এবং আমি এর প্রতিটি মিনিট উপভোগ করেছি। সকলকে ধন্যবাদ যারা আমার এই যাত্রাকে আকর্ষণীয় করে তুলেছে। আমার পরিবার এবং বন্ধুদেরকেও ধন্যবাদ যারা আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন অনেক ত্যাগ সহ্য করে।'

উল্লেখ্য এর আগে গত বছর কোলপাক চুক্তির কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন গ্র্যান্ট এলিয়ট। ৩৯ বছর বয়সী এই কিউই এরপর বার্মিংহাম বিয়ারসের হয়ে খেলে আসছিলেন। ২০১৬ সালে ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নেন তিনি। 

সুত্র- ক্রিকইনফো