বয়সভিত্তিক প্রতিভা অন্বেষণ

বন্ধ হচ্ছে ক্রিকেটারদের বয়স বিতর্ক

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:07 সোমবার, 20 আগস্ট, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||                 

জাতীয় দলের জন্য ভবিষ্যতের ক্রিকেটার তুলে আনতে নিয়মিতই বেশ বড় একটি প্রক্রিয়ার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশে মূলত তরুণ ক্রিকেটার খোঁজার দুটি কর্মসূচি রয়েছে। এক. বিকেএসপি। দুই. বয়সভিত্তিক প্রতিভা অন্বেষণ।  এখানে বলে রাখা প্রয়োজন এ দুটি কর্মসূচি বিসিবির আনুষ্ঠানিক প্রক্রিয়া।

বয়সভিত্তিক দল কিংবা বিকেএসপিতে না খেলে জাতীয় পর্যায়ে উঠে আসার উদাহরণও আছে। তবে তা খুব বেশি নয়। প্রতিবারের মতো এবারও বয়সভিত্তিক প্রতিভা অন্বেষণের লক্ষ্যে কাজ করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।

আগে জেলা পর্যায়ে বয়স ভেরিফিকেশন হতো এবার এই প্রক্রিয়ার আগে অনুষ্ঠিত হচ্ছে উন্মুক্ত ট্রায়েল। এমনটাই জানিয়েছেন, বিসিবির গেম ডেভলপমেন্ট অপারেশন ম্যানেজার এ ই এম কায়সার আহমেদ।

"গেইম ডেভলপমেন্ট অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৯ দল নিয়ে সবসময় কাজ করে আসছে। এর আগে জেলা পর্যায়ে বয়স ভেরিফিকেশন হত। এবার এইজ ভেরিফিকেশনের আগে জেলা পর্যায়ে উম্মুক্ত ট্রায়াল চলছে সবজায়গায়। আমরা প্রচুর সাড়া পাচ্ছি। ট্রায়াল থেকে বাছাই করে এইজ ভেরিফিকেশন হবে, তারপর জেলা দল গঠন হবে। ঢাকা মেট্রো ক্ষেত্রেও একই নিয়ম চলছে। একাডেমীর গুলোর সাথে আমরা মিটিং করেছি। আর বয়স ভিত্তিক দল গুলোর অনুশীলন তো চলছেই।"

বেশ অনেক আগে থেকেই জেলা পর্যায় থেকে উঠে আসা ক্রিকেটারদের ঘিরে বয়স বিতর্ক তৈরি হত। এবার যেন সেই বিতর্ক না হয় তাই ওপেন ট্রায়েলের পর বয়স ভেরিফিকেশনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কায়সার আহমেদ জানিয়েছেন,

"জেলা ক্রিকেটে বয়স ভেরিফিকেশনের ক্ষেত্রে অসমতা কমিয়ে আনার জন্য বাছাই প্রক্রিয়াকে আরও উম্মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এখনকার ট্রায়াল অনেকটাই উম্মুক্ত, ওপেন ট্রায়ালের পর বয়স ভেরিফিকেশন করা হয়।  আমরা আগে ভেরিফিকেশনের জন্য একাডেমী গুলোতে ফর্ম পাঠিয়ে দিতাম। সেখানে আমরা প্লেয়ারদের তরফ থেকে বঞ্চনার অভিযোগ পেয়েছি। এখন প্রচারের মাধ্যমে বিভিন্ন বয়স ভিত্তিক দলে ক্রিকেটারদের অংশগ্রহন অনেকটাই উম্মুক্ত করে দেয়ার চেষ্টা করেছি। শতভাগ হবে না, কিন্তু চেষ্টা করছি।"

শুধু জেলা শহরগুলো নয় গ্রাম থেকেও ক্রিকেটার তুলে আনার ব্যাপারে কাজ করছে বিসিবি। বিসিবির বিভাগীয় কোচেরা ট্রায়াল থেকে কয়েকশত ক্রিকেটারদের নিয়ে বয়সভিত্তিক দল গঠন করছেন। এরপরই হবে বয়স ভেরিফিকেশন। এই ক্ষেত্রে সাহায্য নেয়া হবে জন্ম নিবন্ধনের।

"আমাদের বিভাগের কোচরা ট্রায়াল থেকে শতশত ক্রিকেটার থেকে বয়স ভিত্তিক দল গঠন করছে। এরপর বয়স ভেরিফিকেশন হবে। এরপর আমরা জেলা দল গুলো করে দিব। এখানে স্বচ্ছতা ইস্যুতে একটু খেয়াল রাখতে হবে আমাদের। জেলা সদরের ছেলেরা সুযোগ পাবে, কিন্তু ছোট শহরের মেধাবী কেউ সুুযোগ পাচ্ছে না... প্রতিভা যদি গ্রামেও থাকে তাদের তুলে আনার ব্যবস্থা করতে হবে। ওদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং দেখেই সিদ্ধান্ত নেয়া হয়। চোখে দেখেই একটা সিদ্ধান্ত হয়ে যায় সহজেই, আর ওদের জন্মনিবন্ধন দেখে একটা ক্যাটাগরি নির্ধারণ করা হয়। এরপর শারীরিক বৃদ্ধি দেখা হয় ওদের। এইসব দেখেই একটা সিদ্ধান্তে আসা হয়। আর যদি কোন সন্দেহ থাকে, তাহলে বোন টেস্ট করি আমরা, অ্যাপোলোতে আমরা এই টেস্টটা করি। এখানে আপিল করার সুযোগও রয়েছে।"