সিপিএল ২০১৮

দুই ব্রাভোর ব্যাটে রাসেল বাহিনীকে উড়িয়ে দিল ত্রিনবাগো

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 10:36 সোমবার, 20 আগস্ট, 2018

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ১২তম ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটের সহজ জয় পেয়েছে জ্যামাইকা তালাওয়াস। এই নিয়ে ৫ম্যাচে ৩ জয় পাওয়ায় পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে উঠে আসলো ডোয়াইন ব্রাভোর ত্রিনবাগো। অপরদিকে ৫ ম্যাচে সমান সংখ্যক জপ্য পাওয়ার পরেও রান রেটে পিছিয়ে থাকায় 

আজকের এই ম্যাচে শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ত্রিনবাগো অধিনায়ক ব্রাভো। তার আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান সংগ্রহ করে জ্যামাইকা তালাওয়াস। এই রানের পেছনে সবথেকে বেশি অবদান ছিল ওপেনার গ্লেন ফিলিপস এবং প্রোটিয়া হার্ডহিটার ব্যাটসম্যান ডেভিড মিলারের। 

৫টি ছয় এবং ৩টি চারের সাহায্যে ৫৫ বলে ৮০ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছেন ফিলিপস। অপরদিকে ৫টি ছয় এবং ৫টি চারের মাধ্যমে ৩৪ বলে ৭২ রানের ঝড় তুলেছেন মিলার। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই দলকে বড় পুঁজি এনে দিয়ে মাঠ ছেড়েছেন তিনি। 

জ্যামাইকা তালাওয়াসের পক্ষে ১৯ রানে ২ উইকেট পেয়েছেন খারি পিয়েরে। এছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন আলি খান, ফাওয়াদ আহমেদ এবং অধিনায়ক ডোয়াইন ব্রাভো। 

১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ ব্যাটিং করেছিলেন ত্রিনবাগোর কিউই ব্যাটসম্যান কলিন মুনরো। মাত্র ৫১ বলে ৬৭ রানের একটি ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। যেখানে ছিল ৪টি ছয় এবং ৪টি চার। তবে মুনরো ছাড়াও এই জয়ের পেছনে কৃতিত্ব রয়েছে দুই ব্রাভোর। ড্যারেন ব্রাভোর ৩৫ বলে ৫০ এবং ডোয়াইনের ১১ বলে ৩৬ রানের ক্যামিওতেই ৪ উইকেটের জয় ছিনিয়ে আনতে পেরেছে ত্রিনবাগো দলটি। 

জ্যামাইকার পক্ষে ইমাদ ওয়াসিম এবং ওশানে থমাস নিয়েছেন ২টি করে উইকেট। আর ১টি উইকেট শিকার করেছেন অধিনায়ক আন্দ্রে রাসেল।  ৪ ওভারে ১৯ রান খরচায় ২ উইকেট নেয়ায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ত্রিনবাগোর বাঁহাতি স্পিনার খারি পিয়েরে। 

জ্যামাইকা তালাওয়াস একাদশ-

 কেনার লুইস, গ্লেন ফিলিপস (উইকেটরক্ষক), রস টেইলর, ডেভিড মিলার, স্টিভেন টেইলর, আন্দ্রে রাসেল (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ইমাদ ওয়াসিম, ক্রিসমার সান্টোকি, অ্যাডাম জাম্পা, ওশানে থমাস। 

ত্রিনবাগো নাইট রাইডার্স একাদশ- 

সুনিল নারিন, ক্রিস লিন, কলিন মুনরো, ব্র্যান্ডন ম্যাককালাম, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, জ্যাভন সিরলস, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), আলি খান, ফাওয়াদ আহমেদ, খারি পিয়েরে

সংক্ষিপ্ত স্কোর- 

টস- ত্রিনবাগো নাইট রাইডার্স (ফিল্ডিং) 

জ্যামাইকা তালাওয়াস-  ১৮২/৫ (২০ ওভার) (ফিলিপস-৮০, মিলার-৭২) (পিয়েরে- ২/১৯, ফাওয়াদ-১/২৩) 

ত্রিনবাগো নাইট রাইডার্স- ১৮৪/৬ (২০ ওভার) (মুনরো-৬৭, ব্রাভো-৫০) (ইমাদ-২/১৭, থমাস-২/২৯) 

ফলাফল- ত্রিনবাগো ৪ উইকেটে জয়ী

ম্যাচ সেরা- খারি পিয়েরে