ভারত-ইংল্যান্ড সিরিজ

২৯ বলেই রেকর্ডের পাতায় হার্দিক

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:24 রবিবার, 19 আগস্ট, 2018

|| ডেস্ক 

ট্রেন্ট ব্রিজে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ১৬১ রানে গুটিয়ে দিয়েছে সফরকারী ভারত। তাও মাত্র ৩৮.২ ওভারে। নিজেদের প্রথম ইনিংসে ভারতের ইনিংস থেমেছিল ৩২৯ রানে। প্রথম ইনিংসেই ১৬৮ রান লিড পেয়েছে ভিরাট কোহলির দল।

ইংল্যান্ডকে গুটিয়ে দেয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি একাই দখল করেছেন ৫ উইকেট। আর তাতেই রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন তিনি।

পান্ডিয়ার ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নিতে লেগেছে মাত্র ২৯ বল। যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম ৫ উইকেট নেয়ার রেকর্ড। সবচেয়ে দ্রুততম ৫ উইকেট নেয়ার রেকর্ডটি দখলে রয়েছে ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের।

তিনি ২০০৬ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট দখল করেছিলেন। এই উইকেটগুলো নিতে তার লেগেছিল মাত্র ২৭ বল। এতোদিন রেকর্ডের পাতায় হরভজনের পরই উচ্চারিত হতো মানিন্দার সিংয়ের নাম।

তিনি ১৯৮৭ সালে পাকিস্তানের বিপক্ষে চেন্নাইয়ে মাত্র ৩৩ বলের মধ্যে ৫ উইকেট নিয়েছিলেন। এবার সাবেক এই ভারতীয়কেই পেছনে ফেললেন হার্দিক পান্ডিয়া। এখন তার অবস্থান হরভজনের ঠিক পরেই।

ইংল্যান্ডকে অল আউট করার দিনে হার্দিক একে একে সাজঘরে ফিরিয়েছেন জো রুট, জনি বাইরস্টো, ক্রিস ওকস, আদিল রশিদ ও স্টুয়ার্ট ব্রডকে। ইনিংস শেষে তার বোলিং পরিসংখ্যান ৬ ওভারে ২৮ রান দিয়ে ৫ উইকেট।