সিপিএল ২০১৮

পোলার্ড ঝড়ে উড়ে গেল বার্বাডোজ

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 12:08 শনিবার, 18 আগস্ট, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) এবারের আসরে টানা চারটি ম্যাচে হেরে অনেকটাই ব্যাকফুটে অবস্থান করছিল কাইরন পোলার্ডের সেন্ট লুসিয়া স্টার্স দলটি। অবশেষে পঞ্চম ম্যাচে এসে ভাগ্যের শিকে ছিঁড়েছে তাদের। বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে সিপিএলের দশম ম্যাচে ৩৮ রানের জয় পেয়েছে স্টার্সরা।

এদিন শুরুতে টসে জিতে স্টার্সদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন বার্বাডোজ অধিনায়ক জ্যাসন হোল্ডার। পরবর্তীতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক কাইরন পোলার্ডই হয়ে ওঠেন দলের কান্ডারি। বার্বাডোজ বোলারদের ওপর রীতিমত ছড়ি ঘুরিয়ে মাত্র ৫৪ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ৮টি ছয় এবং ৬টি চারের মাধ্যমে এই ইনিংসটি সাজান স্টার্স অধিনায়ক। এর মাধ্যমে টি টুয়েন্টি ক্রিকেটের নিজের অভিষেক সেঞ্চুরি তুলে নিয়েছেন পোলার্ড। 

পোলার্ডের পাশাপাশি কম মারমুখী ছিলেন না ওপেনার আন্দ্রে ফ্লেচারও। ৬টি ছয় এবং ৬টি চারের মাধ্যমে মাত্র ৫২ বলে ৮০ রান করেছেন তিনি। অপরিকে রাহকিম কর্নওয়েলের ব্যাট থেকে এসেছে ১১ বলে ৩০ রানের আরেকটি ক্যামিও। এই তিন ব্যাটসম্যানের তান্ডবেই শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২২৬ রানের পাহাড়সম পুঁজি দাঁড়া করায় সেন্ট লুসিয়া স্টার্স। 

বার্বাডোজ ট্রাইডেন্টসের পক্ষে ওয়াহাব রিয়াজ চার ওভার বোলিং করে ৩৫ রানে শিকার করেছেন ৩টি উইকেট। এছাড়াও রেইমন রেইফার নিয়েছেন ২টি উইকেট। কিন্তু তিনি ছিলেন অনেক বেশি খরুচে। তাঁর চার ওভারের স্পেলে ৬৭ রান নিয়েছিলেন স্টার্সের ব্যাটসম্যানেরা। আর ৪২ রানে একটি উইকেট শিকার করতে পেরেছেন অধিনায়ক জ্যাসন হোল্ডার।  

২২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ খেলেছিলেন বার্বাডোজের ওপেনার ডোয়াইন স্মিথ। ৪৫ বলে ১টি ছয় এবং ১০টি চারের সাহায্যে ৫৮ রান করেন তিনি। অপরদিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান ২৩ (১১ বলে), স্টিভেন স্মিথ ২৮ (১৬ বলে) এবং শাই হোপ ২৫ (১৬ বলে) রান করেন। 

কিন্তু ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টাতেও বিশাল টার্গেট টপকাতে পারেনি বার্বাডোজ। শেষ পর্যন্ত তাদের থামতে হয়েছে ৬ উইকেটে ১৮৮ রানেই। ফলে ৩৮ রানের সহজ একটি জয় নিয়েই মাঠ ছেড়েছে পোলার্ডের সেন্ট লুসিয়া স্টার্স। দলটির পক্ষে বল হাতে ২৮ রান খরচায় ৩টি উইকেট শিকার করেছেন ওবেদ ম্যাককয়। আর ২টি উইকেট নিতে পেরেছেন কাইস আহমেদ। ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানোর সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন স্টার্স অধিনায়ক কাইরন পোলার্ড। 

সেন্ট লুসিয়া স্টার্স একাদশ- 

আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার, রাহকিম কর্নওয়েল, লেন্ডল সিমন্স, কাইরন পোলার্ড (অধিনায়ক), ড্যারেন স্যামি, কাইস আহমেদ, কাভিম হজ, মিচেল ম্যাকক্লেনেগান, ওবেদ ম্যাককয়,  ওদিয়ান স্মিথ।

বার্বাডোজ ট্রাইডেন্টস একাদশ- 

ডোয়াইন স্মিথ, মার্টিন গাপটিল, হাশিম আমলা, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ, শাই হোপ, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), রেইমন রেইফার, ওয়াহাব রিয়াজ, অ্যাশলে নার্স, মোহাম্মদ ইরফান। 

সংক্ষিপ্ত স্কোর- 

টস- বার্বাডোজ ট্রাইডেন্টস (বোলিং) 

সেন্ট লুসিয়া স্টার্স- ২২৬/৬ (২০ ওভার) (পোলার্ড- ১০৪, ফ্লেচার- ৮০) (ওয়াহাব- ৩/৩৫, রেইফার- ২/৬৭) 

বার্বাডোজ ট্রাইডেন্টস​​​​​​​- ১৮৮/৬ (২০ ওভার) (ডোয়াইন-৫৮, স্মিথ- ২৮) (ম্যাককয়- ৩/২৮, কাইস-২/২৯)  

ফলাফল- সেন্ট লুসিয়া স্টার্স ৩৮ রানে বিজয়ী 

ম্যাচ সেরা- কাইরন পোলার্ড