কাউন্টি ক্রিকেটে টাইগাররা

কাউন্টি খেলুক বাংলাদেশিরা, রোডসকে নান্নুর সুপারিশ

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 00:28 শনিবার, 18 আগস্ট, 2018

ক্রিকেটারদের স্কিল ঘষেমেজে ঠিক করার জন্য ইংলিশ কাউন্টি ক্রিকেটের চেয়ে উত্তম কিছু নেই। ইংলিশ কাউন্টি একজন ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটের উপযুক্ত করার জন্য চমৎকার সুযোগ প্রদান করে।

ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৯ বিশ্বকাপের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ইংলিশ কাউন্টিতে খেলতে চাইবে আন্তর্জাতিক ক্রিকেটাররা। বিশেষ করে উপমহাদেশের ক্রিকেটাররা ইংল্যান্ডের কন্ডিশনের সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে চাইবে। বাংলাদেশের ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নয়।

বেশ কিছু ক্রিকেটার ২০১৯ বিশ্বকাপ মাথায় রেখে ইংল্যান্ডে খেলার চেষ্টা করছেন। এক্ষেত্রে ইংল্যান্ড থেকে আগত জাতীয় দলের নতুন কোচ স্টিভ রোডসের সাহায্য নিতে পারে বাংলাদেশি ক্রিকেটাররা।

এই বিষয়ে অবগত আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। এমনকি প্রধান কোচকে এই ব্যাপারে সুপারিশ করেছেন জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ক্রিকফ্রেঞ্জিকে তিনি জানান,

'এটা তো আমি ওকে অনুরোধ করেছি। ও যে আমার সাথে মিটিং করেছে, ওখানে আমি বলেছি যে এটা ব্যবস্থা করতে। সবাই তো অফ সিজনে বসে থাকে। অফ সিজনে ওখানে গিয়ে খেলার জন্য। ক্লাব ক্রিকেট বা কত লিগ আছে ওখানে (ইংল্যান্ডে)।
 
'ওটা অ্যারেঞ্জ করার জন্য বলেছি। এজেন্ট আছে, এজেন্টের কাছে বায়োডাটা দিলে ওরা অ্যারেঞ্জ করে দেয়। বলেছে, ও চেষ্টা করবে। প্লেয়ারদের ইচ্ছা লাগে এসবে। শ্রীলঙ্কা এত উন্নতি করে। ওদের খেলোয়াড়রা ইংল্যান্ডে খেলে। ভারতের খেলোয়াড়রা খেলে।'

এর আগে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান স্টিভ রোডসের দল ওরচেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান অল্প সময়ের জন্য খেলেছিলেন সাসেক্সের হয়ে। রোডসের সঙ্গে কাউন্টি এজেন্ট গুলোর সম্পর্কের কথা উল্লেখ করে নান্নু জানান,

'এজেন্টকে বায়োডাটা দিতে হয়। তারপর ওরা ক্লাব ঠিক করে দেয়। ওদের প্রদেশে লিগ হয়। আমাদের যেমন ঢাকা, চট্টগ্রাম, খুলনা। এসব লিগগুলোতে সবাই একটা করে পেশাদার ক্রিকেটার খেলাতে পারে। 

'এসব জায়গায় একটা করে খেলোয়াড় পাঠাতে পারলে হবে। ওই এজেন্টরাই ডাবলিনে করে, স্কটল্যান্ডে করে। পুরো ব্রিটেনে করে দেয়। এজেন্টই করবে সব। এজেন্ট ধরতে হবে। ও (রোডস) এজেন্টকে অনুরোধ করবে, তখন এজেন্ট ব্যবস্থা করবে।'                                                          

এদিকে এশিয়া কাপের পর থেকেই একটানা আন্তর্জাতিক ক্রিকেট খেলবে টাইগাররা। জিম্বাবুয়ে আর উইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার পরে খেলতে হবে বিপিএল। তাহলে কাউন্টি ক্রিকেটে খেলবে কখন?

নান্নুর উত্তর, 'ও আসলে (রোডস) আবার কথা বলব। ২৭ তারিখ ক্যাম্প শুরু হবে। তখন আরও আলাপ হবে। এ বছর তো আর হবে না। আগামী বছর। আগামী সিজনটা ধরার চেষ্টা করতে হবে।'