ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজ

নির্ভার রুটদের সামনে নিস্তেজ কোহলিরা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:58 শুক্রবার, 17 আগস্ট, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

সিরিজের তৃতীয় টেস্টে অংশ নিতে আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে সফরকারী ভারত। সিরিজে এখন পর্যন্ত ২-০ তে পিছিয়ে আছে তারা। এই ম্যাচে হারলেই পাঁচ ম্যাচের সিরিজে হারতে হবে ভারতকে।

বাংলাদেশ সময়ে শনিবার (আগস্টের ১৮ তারিখ) বিকেল চারটায় মাঠে নামছে দুই দল। এদিকে ম্যাচের আগে চিন্তিত ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না তিনি। ম্যাচের আগের দিন তিনি জানান,

'দলের বাকী ক্রিকেটারদের সঙ্গে আমার একটা কথাই হয়েছে। আর তা হচ্ছে এই ম্যাচে আমাদের একটাই অপশন। জয় ছাড়া কিছুই ভাবছি না আমরা।'

সিরিজের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতীয় দলে আসতে পারে পরিবর্তন। দিনেশ কার্তিকের জায়গায় টেস্ট অভিষেক হতে পারে আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পান্তের। এছাড়াও একাদশে থাকতে পারে আরও কয়েকটি পরিবর্তন।

এদিকে ইংল্যান্ড দলেও হচ্ছে পরিবর্তন। বেন স্টোকসকে জায়গা করে দিতে বাদ পরতে হল এজবাস্টন টেস্টের নায়ক স্যাম কুরানকে। তবে স্যামের জন্য সান্তনা হতে পারে ইংলিশ অধিনায়ক জো রুটের কথা। একাদশ ঘোষণা করে রুট বলেন,

'অধিনায়ক হিসেবে আমার জন্য এটা কঠিন সিদ্ধান্ত ছিল। আমাদের পাঁচ ম্যাচের জন্য দল দিতেই হবে। তবে এবার স্যাম দুর্ভাগ্যজনক ভাবে বাদ পড়েছে। বেন ক্রিকেটে ফিরতে মুখিয়ে আছে। সে প্রস্তুত।' 

উল্লেখ্য, ব্রিস্টলে নাইট ক্লাবের সামনে মারামারির ঘটনায় শুনানির জন্যই স্টোকস দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন। আদালত তাকে নির্দোষ ঘোষণা করায় আবারো ইংল্যান্ডের জার্সিতে ফিরছেন তিনি।

এদিকে এই ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাসী ইংলিশ অধিনায়ক জো রুট। বিশেষ করে দলের লোয়ার অর্ডার নিয়ে তার মন্তব্য; 'আমাদের দলে কিছু প্রতিভাবান ক্রিকেটার আছে। কেউ তরুণ, আর কেউ অভিজ্ঞ। 

'আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের লোয়ার অর্ডার ব্যাটিং লাইনআপ। আমরা যদি ম্যাচে ভালো শুরু নাও করি তাহলেও লোয়ার অর্ডারের মাধ্যমে আমরা চাপ সরাতে পারি এবং ম্যাচে ফিরতে পারি।'

ইংল্যান্ড একাদশ: জো রুট (অধিনায়ক), কেটন জেনিংস, অ্যালিস্টার কুক, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), অলি পোপ, বেন স্টোকস, জশ বাটলার, আদিল রশিদ, ক্রিস ওকস, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড।

ভারত একাদশ (সম্ভাব্য): মুরালি বিজয়/ শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রিশভ পান্ত/ দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিচন্দন অশ্বিন, হার্ডিক পান্ডিয়া/ করুন নায়ার, জাসপ্রিত বুমরাহ/ উমেশ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি।