ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজ

এক টেস্ট জিতিয়েও বাদ স্যাম কুরান!

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:34 শুক্রবার, 17 আগস্ট, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

সিরিজের প্রথম টেস্টে বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন স্যাম কুরান। এছাড়া ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল। দুই ইনিংসে করেছেন ২৪ এবং ৬৩ রান। হয়েছিলেন ম্যাচের সেরা ক্রিকেটার।

সিরিজের দ্বিতীয় টেস্টেও দারুণ সফল ছিলেন তিনি। ম্যাচে একটি উইকেটের পাশাপাশি এক ইনিংস ব্যাট করে করেছিলেন ৪০ রান। তবে দুর্ভাগ্যই তার!
সিরিজের তৃতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়লেন স্যাম কুরান। 

বেন স্টোকসকে জায়গা করে দিতেই বাদ পরতে হল এই ইংলিশ ক্রিকেটারকে। তবে স্যামের জন্য সান্তনা হতে পারে ইংলিশ অধিনায়ক জো রুটের কথা। একাদশ ঘোষণা করে রুট বলেন,

'অধিনায়ক হিসেবে আমার জন্য এটা কঠিন সিদ্ধান্ত ছিল। আমাদের পাঁচ ম্যাচের জন্য দল দিতেই হবে। তবে এবার স্যাম দুর্ভাগ্যজনক ভাবে বাদ পড়েছে। বেন ক্রিকেটে ফিরতে মুখিয়ে আছে। সে প্রস্তুত।' 

উল্লেখ্য, ব্রিস্টলে নাইট ক্লাবের সামনে মারামারির ঘটনায় শুনানির জন্যই স্টোকস দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন। আদালত তাকে নির্দোষ ঘোষণা করায় আবারো ইংল্যান্ডের জার্সিতে ফিরছেন তিনি।

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের তৃতীয় টেস্টের একাদশ : জো রুট (অধিনায়ক), কেটন জেনিংস, অ্যালিস্টার কুক, জনি বেয়ারস্টো, অলি পোপ, বেন স্টোকস, জস বাটলার, আদিল রশিদ, ক্রিস ওকস, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড।