সিপিএল ২০১৮

'ভয়ঙ্কর' ব্রাভোকে দেখল সেন্ট লুসিয়া

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 10:56 শুক্রবার, 17 আগস্ট, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসর এরই মধ্যে জমে উঠেছে। একে একে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের নয়টি ম্যাচ। প্রায় প্রতিটি ম্যাচই হয়েছে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেন্ট লুসিয়া স্টার্স এবং ত্রিনবাগো নাইট রাইডার্সের মধ্যকার সর্বশেষ ম্যাচটিও শেষ হয়েছে টান টান উত্তেজনার মধ্য দিয়ে। 

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শেষ ওভারে ত্রিনবাগোর প্রয়োজন ছিল ৩ রান। কিন্তু স্টার্সদের ক্যারিবিয়ান পেসার ওবেদ ম্যাককয় প্রথম বলে ১ রান দেয়ার পর দ্বিতীয় এবং তৃতীয় বল ডট করেন। এরপর চতুর্থ বলে ১টি রান নিতে সক্ষম হন উইকেটে থাকা ড্যারেন ব্রাভো। 

ফলে শেষ দুই বলে জয়ের জন্য ত্রিনবাগোর প্রয়োজন ছিল ১ রান। ম্যাককয়ের পঞ্চম বলটি ব্যাকফুটে এসে লংঅফের উপর দিয়ে বাউন্ডারি রোপের বাইরে আছড়ে ফেলেন ত্রিনবাগোর উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ রামদিন এবং স্টার্সদের কফিনে ঠুকে দেন শেষ পেরেক। ১ বল হাতে রেখেই বিজেতার বেশে মাঠ ছাড়তে সক্ষম হয় ডোয়াইন ব্রাভোর ত্রিনবাগো নাইট রাইডার্স।

এর আগে এই ম্যাচের শুরুতে টসে জিতে সেন্ট লুসিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ত্রিনবাগো অধিনায়ক ব্রাভো। কিন্তু বোলিং করতে এসে স্টার্স ব্যাটসম্যানদের কাছে বেধড়ক মার খেতে হয়েছে ব্রাভো বাহিনীকে। বিশেষ করে সবথেকে মারমুখী ছিলেন ডেভিড ওয়ার্নার এবং অধিনায়ক কাইরন পোলার্ড। ওয়ার্নার মাত্র ৫৫ বলে ৩টি ছয় এবং ৪টি চারের সাহায্যে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন। 

আর পোলার্ড ছিলেন আরো বেশি বিধ্বংসী। ২৮২.৬০ স্ট্রাইক রেটে ২৩ বলে ৬৫ রানের একটি তান্ডব চালান তিনি। যেখানে হাঁকিয়েছেন ৭টি ছয় এবং ১টি চার। ওয়ার্নার এবং পোলার্ড উভয়ই শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন। অবশ্য এই দুই ব্যাটসম্যান ছাড়াও ক্যারিবিয়ান ডানহাতি ব্যাটসম্যান রাহখিম কর্নওয়েলও কম যাননি। ২৯ বলে ৫৩ রানের আরেকটি ক্যামিও এসেছে তাঁর ব্যাট থেকে (৫টি ছয় এবং ২ টি চার)। 

এই তিন ব্যাটসম্যানদের তান্ডবলীলাতে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২১২ রানের পাহাড়সম পুঁজি পায় সেন্ট লুসিয়া স্টার্স। ত্রিনবাগোর পক্ষে একটি করে উইকেট পেয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল এবং জাভন সিরলস। 

তবে এই বিশাল রানের লক্ষ্য ছুঁড়ে দেয়ার পরও সেন্ট লুসিয়ার জয়ের আশা পূরণ হয়নি। আর সেটি হতে দেননি মূলত ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো এবং কিউই রিক্রুট ব্র্যান্ডন ম্যাককালাম। ২১৩ রানের পাহাড় টার্গেট টপকাতে যা করা প্রয়োজন তার শতভাগই করেছেন এই দুই ব্যাটসম্যান। 

মাত্র ৩৬ বলে ১০টি ছক্কা এবং ৬টি চারের মাধ্যমে অপরাজিত ৯৪ রানের একটি টর্নেডো ইনিংস খেলেছেন ব্রাভো। তাঁর তুলনায় অবশ্য কিছুটা শান্ত ছিলেন ম্যাককালাম। ৪২ বলে ৬৮ রান (৬টি ছয় এবং ৩টি চার) করে দায়িত্বশীলতার পরিচয়ই দিয়েছেন তিনি। এছাড়াও আরেক কিউই ব্যাটসম্যান কলিন মুনরোর ব্যাট থেকে এসেছে ২৫ রান। শেষ পর্যন্ত এত বিশাল এক লক্ষ্য ছুঁড়ে দিয়েও ৫ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হতে হলো সেন্ট লুসিয়াকে। 

ত্রিনবাগো নাইট রাইডার্সের পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন নিউজিল্যান্ডের পেস তারকা মিচেল ম্যাকক্লেনেগান। ৩ ওভার বোলিং করে ২১ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন তিনি। অপরদিকে ডানহাতি স্পিনার রাহখিম কর্নওয়েল ২টি উইকেট নিলেও ৫২ রান খরচ করেছেন তিনি। মাত্র ৩৬ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ড্যারেন ব্রাভো। 

সেন্ট লুসিয়া স্টার্স একাদশ-

আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার, রাহখিম কর্নওয়েল, কাইরন পোলার্ড (অধিনায়ক), লেন্ডল সিমন্স, চন্দরপল হেমরাজ, ড্যারেন স্যামি, কাভিম হজ, মিচেল ম্যাকক্লেনেগান, কাইস আহমেদ, ওবেদ ম্যাককয়। 

ত্রিনবাগো নাইট রাইডার্স একাদশ- 

সুনিল নারিন, ক্রিস লিন, কলিন মুনরো, ব্র্যান্ডন ম্যাককালাম, ড্যারেন ব্রাভো, জাভন সিরলস, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, আলি খান, ফাওয়াদ আহমেদ, শ্যানন গ্যাব্রিয়েল। 

সংক্ষিপ্ত স্কোর- 

টস- ত্রিনবাগো নাইট রাইডার্স (ফিল্ডিং) 

সেন্ট লুসিয়া স্টার্স- ২১২/২ (২০ ওভার) (ওয়ার্নার- ৭২*, পোলার্ড- ৬৫*) (গ্যাব্রিয়েল- ১/২৮, সিরলস- ১/৩৬) 

ত্রিনবাগো নাইট রাইডার্স- ২১৮/৫ (১৯.৫ ওভার) ( ব্রাভো- ৯৪*, ম্যাককালাম- ৬৮) (ম্যাকক্লেনেগান- ২/২১, কর্নওয়েল- ২/৫২)  

ফলাফল- নাইট রাইডার্স ৫ উইকেটে জয়ী (১ বল হাতে রেখে)

ম্যাচ সেরা- ড্যারেন ব্রাভো