বাংলাদেশ এ দলের আয়ারল্যান্ড সফর

বাংলাদেশের দলীয় অর্ধশতক

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:21 সোমবার, 13 আগস্ট, 2018

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-২ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ। এবার টি-টুয়েন্টি সিরিজে মাঠে নেমেছে দুই দল। আগে বোলিং করে আইরিশদের বিপক্ষে দারুণ দাপট দেখিয়েছে বাংলাদেশ দল।

নির্ধারিত ২০ ওভারে তারা স্বাগতিকদের অল আউট করেছে ১৫১ রানে। মূলত আয়ারল্যান্ডের রানের চাকা আটকে দিয়েছেন বাংলাদেশ দলের স্পিনাররা। শেষের দিকে পেসাররাও যোগ্য সঙ্গ দিলে অল আউট হয়ে যায় আইরিশরা।

এই মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে কোনো রান না করেই সাজঘরে ফিরেন বাংলাদেশের ওপেনার জাকির হাসান। তিনি ম্যাক ব্রেইনের বলে বোল্ড হয়ে আউট হয়েছে। দ্বিতীয় উইকেটে ওপেনার সৌম্য সরকারের সাথে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই দুজনে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছেন।

এই দুজনের ব্যাটেই ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ পঞ্চাশ ছাড়ায়। ৬ ওভার শেষে বাংলাদেশ এ দলের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫৬ রান। সৌম্য ১৯ ও শান্ত ৩৫ রান করে অপরাজিত আছেন।

দিনের শুরুতে, ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে ইতিমধ্যে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড উলভসের অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনি। আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন আয়ারল্যান্ডের দুই ওপেনার স্টুয়ার্ট থম্পসন ও উইলিয়াম পোর্টারফিল্ড।

এই দুজন ওপেনিং জুটিতে যোগ করেন ৩৪ রান। এরপর ১৪ রান করে বাংলাদেশ দলের স্পিনার আফিফ হোসেনের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন পোর্টারফিল্ড। দ্বিতীয় উইকেটে থম্পসনের সাথে যোগ দিয়েছেন অধিনায়ক বালবিরনি।

তবে এই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বালবিরনিকে ব্যক্তিগত ৯ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। ২৮ রান করা থম্পসন শিকার হয়েছেন নাঈম হাসানের।

ম্যাকব্রেইনকে কট এন্ড বোল্ড আউট করেছেন পেসার সাইফিউদ্দিন। এরপর সিমি সিং ও কেভিন ও ব্রায়েনের ব্যাটে দলীয় সংগ্রহ শতক ছাড়ায় আয়ারল্যান্ডের। দলীয় শতকের পর ২১ রান তাইজুল ইসলামের বলে বোল্ড হন কেভিন ও ব্রায়েন।

সিমি সিং একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। টাকার ১১ রান করে শরিফুলের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। এরপর সিমি সিং ৪১ রান করে শরিফুলের দ্বিতীয় শিকার হলে আর কেউই দাঁড়াতে পারেনি।

কেন ১ রান করে কেন ও পিটার চেজ কোনো রান না করেই রান আউট হয়ে সাজঘরে ফিরলে আইরিশরা অল আউট হয়ে যায় মাত্র ১৫১ রানে।

আয়ারল্যান্ড উলভসঃ ১৩৪/৬ (১৭ ওভার)

(সিমি সিং ৪১, স্টুয়ার্ট থম্পসন ২৮, কেভিন ও ব্রায়েন ২১, তাইজুল ইসলাম ৩৫/২, শরিফুল ৩১/২, সাইফিউদ্দিন ২০/২, নাঈম হাসান ৩১/১)

আয়ারল্যান্ড এ (একাদশ):

অ্যান্ড্রু বালবিরনি (সি), উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ডি ম্যাকব্রাইন, সিমি সিং, লোরাকান টাকার (উইকেটরক্ষক), টায়রন কেন, স্টুয়ার্ট থম্পসন, কেভিন ও ব্রায়ান, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থি, পিটার চেজ।

বাংলাদেশ এ (একাদশ):

মিজানুর রহমান, জাকির হাসান, সোম্য সরকার (অধিনায়ক), মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম হাসান, সাইফ হাসান।