কোচ ইস্যু

আসছেন ম্যাকেঞ্জি

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 19:19 সোমবার, 13 আগস্ট, 2018

১৪ই আগস্ট বা ১৫ই আগস্ট দেশে আসছেন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি। উইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজের পরেই জাতীয় দলের সঙ্গে যোগ দেন সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান।

তার অধীনেই ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজে ব্যাটিংয়ে দারুন সাফল্য পেয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে ১-২ ব্যবধানে জেতার পরে টি-টুয়েন্টি সিরিজেও ১-২ ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল।

জাতীয় দল সিরিজ শেষ করে কয়েকদিন আগে দেশে আসলেও ম্যাকেঞ্জি আসছেন কাল বা পরশু। তার সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছে বিসিবি। বিসিবি অবশ্য চুক্তি আগেই করেছে।

কিন্তু এবার চুক্তিনামায় স্বাক্ষর করতেই দেশে আসছেন এই প্রোটিয়া। উল্লেখ্য, তার সঙ্গে চুক্তির মাধ্যমে বিসিবির প্রায় ১ বছরের প্রচেষ্টার অবসান হলো। 

কারণ গেল বছরের জুলাইয়ে থিলান সামরাবিরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ব্যাটিং পরামর্শক খুঁজে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কিন্তু কিছুদিন আগেই সমস্যার সমাধান হল।