২০১৯ বিশ্বকাপ

বিশ্বকাপের আগে ইংল্যান্ডে ক্যাম্প করবে টাইগাররা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 17:11 সোমবার, 13 আগস্ট, 2018

২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের কন্ডিশনে বেশ সমস্যার মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে। কেননা সেখানকার আবহাওয়া এবং উইকেটের কন্ডিশন সম্পর্কে নিজেদের মানিয়ে নেয়াটা যেকোনো দলের জন্যই বেশ বড় চ্যালেঞ্জের। 

তবে আশার কথা হলো বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে একটি ক্যাম্প করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। আর এই ক্যাম্পের মূল উদ্দেশ্যই ইংলিশ কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেয়া।

ইংল্যান্ডে পৌঁছে একটি কাউন্টি দলের সাথে অনুশীলনও করবে টাইগাররা। এমনটাই পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন এমনটাই। এই প্রসঙ্গে তিনি বলেন,   

'আমরা ইংল্যান্ডে বিশ্বকাপের বেশ আগেই যাবো হয়তো। সেখানে কোন একটা কাউন্টি দলে সাথে হয়তো আমরা অনুশীলন করবো। এমনটাই চিন্তা ভাবনা রয়েছে। যদিও এখনও কিছু নিশ্চিত হয়নি।'

অবশ্য বিশ্বকাপের আগে একটি টুর্নামেন্ট কিংবা সিরিজ আয়োজনের ব্যাপারেও কথাবার্তা চলছে বলে বক্তব্য দিয়েছেন জালাল ইউনুস। তার ভাষ্যমতে, 

'আমাদের আলাপ আলোচনা চলছে যে কোথাও গিয়ে অনুশীলন হবে সেই ব্যাপারে। এর আগে আশেপাশে যদি আমরা কোন সিরিজ বা টুর্নামেন্ট খেলতে পারি তারও একটি চিন্তা ভাবনা আছে।'