ভারত-ইংল্যান্ড সিরিজ

ভারতের বিপক্ষে রশিদ, বাংলাদেশের বিপক্ষে বেটি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:49 রবিবার, 12 আগস্ট, 2018

৫ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে ইনিংস ও ১৫৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এই ম্যাচে ইংল্যান্ডের একাদশে একমাত্র স্পিনার হিসেবে তার জায়গা হয়েছিল।

তবে একটি বলও করতে পারেননি তিনি। দলের জয়ে কোনো অবদান না রেখেই দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন ইংলিশ স্পিনার রশিদ। সাদা পোষাকের ক্রিকেটে গত ৪০ বছরে মাত্র দুজন ইংলিশ ক্রিকেটার দলের একাদশে থেকেও ব্যাটিং-বোলিংয়ের সুযোগ পাননি।

সাথে কোনো ক্যাচ নিয়েও দলের জয়ে অবদান রাখতে পারেননি। এই তালিকায় নাম লিখিয়েছেন রশিদ। ভারতের বিপক্ষে এই ম্যাচে দলের জন্য ব্যাট হাতে মাঠে নামার সুযোগ হয়নি তার।

এমনকি দুই ইনিংসে অধিনায়ক তার হাতে বলও তুলে দেননি। কোনো ক্যাচ ধরেও দলের হয়ে ভূমিকা রাখতে পারেননি। গত ১৩ বছরের মধ্যে একমাত্র ইংলিশ ক্রিকেটার হিসেবে এই কীর্তি করে দেখিয়েছেন তিনি।

সবশেষ এই কীর্তি গড়েছিলেন ইংলিশ স্পিনার গ্যারেথ বেটি। ২০০৫ সালে লর্ডস টেস্টে সফরকারী বাংলাদেশের বিপক্ষে একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। তবে দলের জয়ে কোনো অবদান রাখতে পারেননি।

সেবার স্বাগতিক ইংল্যান্ড অবশ্য ইনিংস ও ২৬১ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছিল। এদিকে ভারতের বিপক্ষে এই ম্যাচে জিতে ৫ ম্যাচ সিরিজের ইতিমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।