সিপিএল ২০১৮

সিপিএলে মাহমুদুল্লাহদের প্রথম জয়

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 10:00 রবিবার, 12 আগস্ট, 2018

অবশেষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে নিজের প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও নিজের প্রথম ম্যাচ সেভাবে রাঙ্গিয়ে রাখতে ব্যর্থ হয়েছেন রিয়াদ।

ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে ব্যাট হাতে মাত্র ১৬ রান করেছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলা এই টাইগার ক্রিকেটার। পাশাপাশি বল হাতে ১ ওভার বোলিং করে ৫ রান দিয়েছেন তিনি। অবশ্য মাহমুদুল্লাহ ভালো করতে না পারলেও তাঁর দল এই ম্যাচে ৪২ রানের বড় একটি জয় তুলে নিয়েছে।

পোর্ট অফ স্পেনে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়া এই ম্যাচে শুরুতে টসে জিতে সেন্ট কিটসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন নাইট রাইডার্সের অধিনায়ক ডোয়াইন ব্রাভো। এরপর ব্যাটিংয়ে নেমে উইকেট রক্ষক ব্যাটসম্যান ডেভন থমাসের ৩৪ বলে ৫৮ রানের (৯টি চার, ১টি ছয়) ঝড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ২০৩ রানের বড় সংগ্রহ দাঁড়া করায় রিয়াদদের দল। 

থমাস ছাড়াও দারুণ খেলেছেন কার্লোস ব্র্যাথওয়েট এবং বেন কাটিং। ব্র্যাথওয়েট মাত্র ১৫ বলে ৪১ রানের ক্যামিও একটি ইনিংস (৫টি ছয়, ১টি চার) খেলে দলকে বড় সংগ্রহেড় ভিত গড়ে দেন। অপরদিকে কাটিং করেন ১৮ বলে ২৫ রান (১টি ছয়, ১টি চার)। আর ওপেনার ক্রিস গেইলের ব্যাট থেকে আসে ৩৫ রান। 

ত্রিনবাগোর পক্ষে আলি খান শিকার করেছেন ৩টি উইকেট এবং সুনিল নারিন নিয়েছেন ২টি। এর ১টি করে উইকেট পেয়েছেন কেভন কুপার এবং ডোয়াইন ব্রাভো। 

২০৪ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে সেন্ট কিটসের বোলারদের সামনে তেমন সুবিধা করতে পারেনি ত্রিনবাগো নাইট রাইডার্স দলটি। কার্লোস ব্র্যাথওয়েট, জেরিমিয়া লুইস এবং বেন কাটিংয়ের দুর্দান্ত বোলিংয়ের বিপরীতে ৪১ রান করতে পেরেছিলেন ড্যারেন ব্রাভো।

এছাড়াও কলিন মুনরো ৩৫ এবং শেষের দিকে কেভন কুপার খেলেন ২২ বলে অপরাজিত ৪২ রানের একটি ঝড়ো ইনিংস। কিন্তু এরপরেও শেষ রক্ষা হয়নি। ত্রিনবাগোর ইনিংস শেষ হয়েছে ৮ উইকেটে ১৬১ রানে। ফলে ৪২রানের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে রিয়াদের দল সেন্ট কিটস।

দলের পক্ষে মোটামুটি সব বোলারই দারুণ করেছেন। বিশেষ করে ব্র্যাথওয়েট ছিলেন দারুণ উজ্জ্বল। ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রানে ২ উইকেট শিকার করেছেন তিনি। অপরদিকে বেন কাটিং এবং জেরিমিয়া লুইসও ২টি করে উইকেট পেয়েছেন। যদিও তাঁরা কিছুটা খরুচে ছিলেন। কাটিং ৪ ওভারে ৪৩ এবং লুইস রান দিয়েছেন ৪২। 

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস একাদশ- 

ক্রিস গেইল (অধিনায়ক), এভিন লুইস, টম কুপার, ডেভন থমাস (উইকেট রক্ষক), অ্যান্টন ডেভচিচ, মাহমুদুল্লাহ রিয়াদ, বেন কাটিং, কার্লোস ব্র্যাথওয়েট, জেরিমিয়া লুইস, সন্দ্বীপ লামিচানে, শেলডন কটরেল। 

ত্রিনবাগো নাইট রাইডার্স একাদশ- 

ক্রিস লিন, সুনিল নারিন, কলিন মুনরো, ব্র্যান্ডন ম্যাককালাম, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), দীনেশ রামদিন (উইকেটরক্ষক), কেভন কুপার, আলি খান, ফাওয়াদ আহমেদ, শ্যানন গ্যাব্রিয়েল।